দক্ষিণবঙ্গ

বছরখানেক ধরে রাস্তা ভেঙে গিয়ে দুর্বিষহ দশা রানাঘাটের বেগোপাড়ায়

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দিন যায় মাস যায়, কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। প্রায় বছর খানেক হতে চলল, ভাঙা রাস্তা আরও ভেঙে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে রানাঘাটের বেগোপাড়ায়। ১২ নম্বর জাতীয় সড়ক থেকে কুপার্স ক্যাম্প এলাকার সংযোগকারী একমাত্র রাস্তা এটি। এলাকার শতশত মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। অথচ এমন গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় খানাখন্দের মাঝে ‘রাস্তা’ই খুঁজে পাওয়া দায়।
১২ নম্বর জাতীয় সড়কের বেগোপাড়া চার্চ থেকে শুরু হচ্ছে কুপার্স সংযোগকারী রাস্তাটি। সব মিলিয়ে দৈর্ঘ্য প্রায় ৪.১ কিলোমিটার। মালবাহী বড় গাড়ি, প্রাইভেট গাড়ি কুপার্স থেকে জাতীয় সড়ক আসে এই রাস্তা ব্যবহার করে। এছাড়াও দৈনিক অসংখ্য টোটো, বাইক যাতায়াতেরও অন্যতম প্রধান ভরসা বেগোপাড়া রোড। রাস্তার দু’ধারে জনবসতিও বেশ ঘন। অথচ প্রায় এক বছর হতে চলল এই রাস্তার অবস্থা চূড়ান্ত বেহাল। সবচেয়ে দুর্বিষহ পরিস্থিতি বেগোপাড়ার জাতীয় সড়কের মুখ থেকে কুমারষাটপুর দিঘির পাড় এলাকা পর্যন্ত। মোটামুটি এক কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি কার্যত ‘বিলুপ্ত’ হয়ে গিয়েছে কয়েকমাস আগেই। রাস্তার এক প্রান্ত থেকে দাঁড়িয়ে অন্য প্রান্তে তাকালে কেবল প্রকাণ্ড গর্ত ছাড়া আর কিছুই নজরে আসে না। দৈনিক একপ্রকার প্রাণ হাতে নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এলাকার মানুষের কথায়, প্রায়ই যাত্রীবোঝাই টোটো উল্টে যায়। কোথাও কোথাও গর্তের গভীরতা দেড় ফুট বা তার চেয়েও বেশি। রাতের বেলা সমস্যা দ্বিগুণ হয়। কারণ রাস্তায় পর্যাপ্ত আলো নেই। সেইসঙ্গে বৃষ্টি অথবা দুর্যোগ হলে বিপদ হাতছানি দেয় প্রতিনিয়ত। অমল বিশ্বাস নামে এক টোটোচালক বলেন, কুপার্স থেকে সেদিন রাতে তিনজন যাত্রীকে নিয়ে জাতীয় সড়কের কাছে ছাড়তে যাচ্ছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। গর্ত বুঝতে না পেরে টোটো উল্টেই গেল। কোনওমতে প্রাণ বেঁচেছে। একই সুরে সুরজিৎ চট্টোপাধ্যায় বলেন, কুমারষাটপুর পর্যন্ত রাস্তা কবে শেষ ভালো ছিল সেটাই ভুলে গিয়েছি। অন্যান্য জায়গায় খানাখন্দ হলে প্যাচওয়ার্ক করা হয়। এখানে তো প্রশাসনের কোনও হেলদোলই দেখছি না। প্রসঙ্গত, রাস্তাটি শ্যামনগর, বৈদ্যপাড়ার মতো পঞ্চায়েত এলাকাগুলির পাশাপাশি কুপার্স ক্যাম্প পুরসভা এলাকার মধ্যে দিয়েও গিয়েছে। রানাঘাট শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও বেহাল অবস্থার জন্য ব্যাপক ক্ষুব্ধ এলাকার মানুষ। যদিও বিষয়টি নিয়ে রানাঘাটের মহকুমা শাসক রৌনক আগরওয়াল বলেন, আমরা জানি রাস্তাটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল পরিস্থিতিতে রয়েছে। জেলা পরিষদের অধীনে রয়েছে রাস্তাটি। তাদের তরফে নতুন করে চার কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি তৈরি করার চেষ্টা চলছে। গ্রাম সড়ক যোজনার টাকা বরাদ্দ করা হবে। দ্রুত রাস্তার নবনির্মাণ হবে। বৃষ্টির কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে। • নিজস্ব চিত্র
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা