দক্ষিণবঙ্গ

পরকীয়ায় জড়িয়ে গ্রামে ঢোকা নিষিদ্ধ ছিল অজয়ের, জেনে গিয়ে দূরত্ব তৈরি করেই খুন প্রিয়াঙ্কা 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিকৃত মানসিকতার দুষ্কৃতী অজয় টুডু। চার বছর আগে সে নিজের এলাকাতেই তার থেকে বেশি বয়সের এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল। ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ায় তাকে শাস্তির মুখে পড়তে হয়। গ্রামে সালিশি সভা বসানো হয়েছিল। সেই থেকে সে গ্রামে ঢুকত না। বেঙ্গালুরুতে কাজে যাওয়ার পর সে বাড়ি আসত না। কয়েকবার সে আত্মীয়র বাড়িতে এসে ফিরে যায়। সম্পর্কে জড়িয়ে যাওয়ার অনেক পর প্রিয়াঙ্কা সেসব কথা জানতে পারেন। আরও কয়েকজনের সঙ্গে অজয় সম্পর্কে জড়িয়েছিল। সেটাও তিনি জানতে পারেন। তারপর থেকেই তিনি দূরত্ব বাড়াতে থাকেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা দূরে সরে যেতে চাইলেও অজয় তাতে রাজি ছিল না। সে তাঁর উপর চাপ দিতে থাকে। বেঙ্গালুরুতেও তাদের মধ্যে অশান্তি হয়। প্রিয়াঙ্কা বাড়ি আসার সিদ্ধান্ত নেন। তিনি ১২ আগস্ট বাড়ি ফেরেন। অজয়ও তাঁর সঙ্গে আসার সিদ্ধান্ত নেয়। একই ট্রেনে চড়ে তারা হাওড়া আসে। প্রিয়াঙ্কাকে তাঁর বাড়ির লোকজন হাওড়া থেকে আনতে যান। সেদিন অজয় হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাতেই কাটিয়ে দেয়। নিজের বাড়ি যায়নি। ১৪ আগস্ট হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে সে গাংপুর চলে আসে। প্রিয়াঙ্কাকে খুনের পর তার বেঙ্গালুরুতে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত টাকা তার কাছে ছিল না। ৭০০-৮০০ টাকা তার অ্যাকাউন্টে ছিল। বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকার সময় তার টাকা শেষ হয়ে যায়। সেই কারণে প্রিয়াঙ্কার মোবাইল থেকে সে ৩০০ টাকা ট্রান্সফার করার চেষ্টা চালায়। খুনের পরই সে প্রিয়াঙ্কার মোবাইলটি নিয়ে চলে যায়। প্রিয়াঙ্কার মোবাইল থেকে টাকা ট্রান্সফার করাই তার কাছে কাল হয়ে দাঁড়ায়। আত্মগোপনে থাকা অবস্থায় বেশিরভাগ সময় মোবাইল বন্ধ করে রেখেছিল। টাকা ট্রান্সফার করার জন্য মোবাইল অন করতেই পুলিস তার লোকেশন পেয়ে যায়। তারপর তাকে জালে তুলতে পুলিসের বেশি সময় লাগেনি।  পুলিসের এক আধিকারিক বলেন, অজয় বরাবরই বেপরোয়া। এক থেকে দু’জন তার বন্ধু ছিল। এছাড়া কারও সঙ্গে সে সম্পর্ক রাখত না। বেঙ্গালুরুতে থাকার সময় একাধিকবার সে ঘর বদল করেছে। সে প্রথমদিকে একটি শপিং মলে কাজ করত। পরে একটি ওষুধ সরবরাহকারী সংস্থায় কাজে যোগ দেয়। ২০ থেকে ২২ হাজার টাকা বেতন পেত। বাড়িতে সে টাকা পাঠাত না। তার ভাই ২০২১ সালে বেঙ্গালুরুতে অন্য একটি সংস্থায় কাজ করতেন। সেই সময় তিনি অজয়কে বাড়ির অ্যাকাউন্টে পাঠানোর জন্য ২২ হাজার টাকা দিয়েছিলেন। সেই টাকাও গায়েব করে দেয়। বেতনের বেশির ভাগ টাকা সে বিনোদনের জন্য ব্যয় করত। মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার নেশা দীর্ঘদিনের। পূর্ব বর্ধমানের পুলিস সুপার আমনদীপ বলেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। তার দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা