দক্ষিণবঙ্গ

আউশগ্রামের সরের বৃন্দাবন আদিবাসী পাড়ার রাস্তার বেহাল দশা, ব্যবস্থার দাবি

সংবাদদাতা, মানকর: সংস্কারের অভাবে বেহাল হয়ে গিয়েছে আউশগ্রাম-২ ব্লকের সরের বৃন্দাবনপুর আদিবাসী পাড়ার রাস্তা। বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। প্রতিশ্রুতি মিললেও তার বাস্তবায়ন হয়নি। যদিও এড়াল পঞ্চায়েতের প্রধান পানো মাড্ডি বলেন, সমস্যার কথা জানি। বিষয়টি দেখছি। 
বৃন্দাবনপুর আদিবাসী পাড়ার এটিই প্রধান রাস্তা। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা বেহাল হওয়ায় সমস্যায় পড়েছেন দেড়শোটি পরিবার। তাঁদের অভিযোগ, একাধিকবার রাস্তা পাকা করার কথা বলা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বৃষ্টি হলেই রাস্তা ডোবায় পরিণত হচ্ছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই রাস্তা দিয়ে পড়ুয়ারা বিদ্যালয়ে যায়। বর্ষাকালে রাস্তায় জল জমে যায়। কাদাভর্তি রাস্তা দিতে পড়ুয়ারা কোনওরকমে বিদ্যালয়ে যায়। তাছাড়া এলাকার ব্যবসায়ীদেরও মাল আনতে সমস্যা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, কৃষকদের বাজারে ধান নিয়ে যেতে সমস্যা হয়। এলাকার এটি প্রধান রাস্তা। অথচ কোনও সংস্কার করা হয়নি। এই রাস্তা দিয়ে পড়ুয়ারা সর বৃন্দাবনপুর আদিবাসী পাড়া প্রাথমিক বিদ্যালয় ও উচ্চশিক্ষার জন্য গ্রামের চিন্তাহরণ মুখোপাধ্যায় স্মৃতি বিদ্যামন্দিরে যায়। কিন্তু রাস্তায় জল কাদা থাকায় বিদ্যালয়ের উপস্থিতিতেও প্রভাব পড়ে। বিষয়টি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রনীল কোনার বলেন, যাতায়াতে অসুবিধা হয়। বৃষ্টি হলে রাস্তাটি জল কাদায় ভরে যায়। সেই সময় পড়ুয়াদের উপস্থিতিও কমে যায়। ব্লক প্রশাসন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে। -নিজস্ব চিত্র
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা