দক্ষিণবঙ্গ

চিকিৎসা করার সামর্থ্য নেই, শিকল বাঁধা অবস্থায় দিন কাটাচ্ছেন মেমারির যুবক

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মেমারির মহেশডাঙা ক্যাম্পে একচিলতে মাটির বাড়ি। সেখানেই বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা রয়েছেন এক যুবক। পায়ে শিকল দেওয়া। কোনও মতেই সেটা যাতে তিনি খুলতে না পারেন তারজন্য দু’টি তালা দেওয়া রয়েছে। মাঝেমধ্যে হাতও বেঁধে রাখা হয়। দুপুর এবং রাতে ভাত, মুড়ির থালা এগিয়ে দেওয়া হয়। কোনওরকমে তা খেয়ে আবার মাটিতে বসে পড়েন। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। পরিবার বলতে অবশ্য ওই যুবক এবং তাঁর বোন চন্দ্রিমা পান্ডে। চন্দ্রিমাদেবী বিড়ি বাঁধেন। তাতে কোনওরকমে দু’বেলা খাবার জোটে। দাদাকে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। 
তিনি বলেন, শিকল বাঁধা অবস্থায় দাদাকে দেখতে ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই। দাদা মানসিকভাবে সুস্থ নয়। ছেড়ে দিলেই অন্যের বাড়িতে চলে যায়। হাতের কাছে যা পায় সেটা ভেঙে ফেলে। বাড়িতেও একই কাজ করে। তাই তাকে সারা দিন শিকলে বেঁধে রাখতে হয়। তিনি আরও বলেন, সাধ্যমতো ওর চিকিৎসা করিয়েছিলাম। কিন্তু, সুস্থ হয়নি।পরিবার সূত্রে জানা গিয়েছে, ৩২ বছরের ওই যুবকের মা বহু দিন আগে মারা গিয়েছেন। বাবাও নেই। দিদির বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে বোন থাকেন। তিনিই তাঁকে দেখভাল করেন। তাঁর এক আত্মীয় বলেন, কাউকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। এটা আমরাও জানি। কিন্তু, উনি মানসিকভাবে সুস্থ না হওয়ায় যা খুশি করতে পারেন। ছাড়া পেলেই অন্যের বাড়িতে চলে যান। লোকের হাত ধরে টানাটানি করেন। কোনও অপ্রীতিকর ঘটনা হয়ে গেলে এলাকার বাসিন্দারা পরিবারের লোকজনদের দায়ী করবেন। প্রশাসন তাঁর চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হয়।
ওই যুবক এক সময় কাঠমিস্ত্রি হেল্পারের কাজ করতেন। ভালোভাবেই তাঁর দিন চলছিল। আচমকা তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে পরিবারের লোকজন তাঁর চিকিৎসা করান। কিন্তু, শারীরিক অবস্থার উন্নতি হয়নি। নিজের মনেই চিৎকার করেন। শিকল ছেঁড়ার চেষ্টা চালিয়ে যান। সেই কারণে দু’টি তালা দেওয়া হয়েছে। শিকল বাঁধা থাকায় পায়ে দাগ পড়ে গিয়েছে। যত দিন যাচ্ছে তাঁর শারীরিক অবস্থা তত খারাপ হচ্ছে বলে পরিবারের লোকজনদের দাবি। পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। নিশ্চয়ই পরিবারটিকে সহযোগিতা করা হবে। কাউকে এভাবে শিকলে বেঁধে রাখা যায় না। ওই যুবকের আরএক আত্মীয় বলেন, ভালো জায়গায় চিকিৎসার খরচ অনেক বেশি। পরিবারের সেই আর্থিক অবস্থা নেই। চিকিৎসা করালে হয়তো তিনি সুস্থ হয়ে যেতেন। প্রশাসন নিশ্চয়ই সেই ব্যবস্থা করবে।-নিজস্ব চিত্র
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা