দক্ষিণবঙ্গ

ওন্দায় পিসির বাড়িতে গিয়ে গণধর্ষণের শিকার আদিবাসী ছাত্রী, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ওন্দায় আদিবাসী ছাত্রীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে ওন্দা থানার পুলিস রবিবার সকালে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গণধর্ষণের ঘটনাটি ঘটে। তবে যুবকদের শাসানির ভয়ে ঘটনার পর ওই ছাত্রী ধর্ষণের কথা কাউকে জানায়নি। শনিবার রাতে সে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। ওই রাতেই ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুলিস চার অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃত চার যুবকের নাম সুধীর মুর্মু, অবিনাশ সোরেন, সুশান্ত হাঁসদা এবং লক্ষ্মীকান্ত হাঁসদা। ধৃতদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। তবে রবিবার হওয়ায় এদিন পক্সো আদালত ছুটি ছিল। সেই কারণে ধৃত যুবকদের বাঁকুড়ার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। বিচারক কাকলী অধিকারী ধৃতদের দু’দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, সিমলাপাল থানা এলাকার ওই আদিবাসী কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ে। সে কিছুদিন আগে ওন্দা থানা এলাকায় পিসির বাড়িতে গিয়েছিল। মঙ্গলবার বিকেল নাগাদ সে আত্মীয় বাড়ির কাছাকাছি একটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। ওইসময় চার যুবক তাকে রাস্তা লাগোয়া একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তিনজন ওই ছাত্রীর উপর শারীরিক অত্যাচার চালায়। এক যুবক পাহারার দায়িত্বে ছিল। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা চার যুবককেই গ্রেপ্তার করেছি। দু’দিন পর চারজনকে পক্সো আদালতে তোলা হবে। বিস্তারিত জানতে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অভিযোগ পাওয়া মাত্র ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়।  
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে সুধীর নির্যাতিতা ছাত্রীর পূর্ব পরিচিত। ঘটনার দিন বিকেলে সে ওই ছাত্রীকে প্রথমে ডেকে নিয়ে যায়। লোকালয় থেকে কিছুটা দূরে যেতেই চারজনে ছাত্রীটিকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। ছাত্রীটি যাতে চিৎকার করতে না পারে, তারজন্য এক যুবক তার মুখ চেপে ধরেছিল বলেও অভিযোগ। ঘন জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তিনজন পরপর তাকে ধর্ষণ করে। ওইসময় কেউ যাতে ঘটনাস্থলের দিকে না চলে আসে, সেদিকে একজন নজর রেখেছিল। কাউকে বিষয়টি জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে ধর্ষণের পর ওই ছাত্রীকে অভিযুক্তরা হুমকি দেয়। ফলে অভিযোগ জানাতে কিছুটা দেরি হয়।
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা