দক্ষিণবঙ্গ

ম্যালওয়্যার ইনস্টল করে সাইবার প্রতারণা সাড়ে ৩ লক্ষ উদ্ধার করল রানাঘাট পুলিস

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সাতসকালে হাতে মোবাইল নিয়েই চমকে উঠেছিলেন রথীনবাবু। খেয়াল করেন অজানা কয়েকটি নম্বর থেকে তাঁর ফোন ঢুকছে ওটিপি। ব্যাপারটা কী? এই প্রশ্নের উত্তর খুঁজে ওঠার আগেই দ্বিতীয় চমক। নিজে থেকেই সেই ওটিপি ফরোয়ার্ড হয়ে যাচ্ছে অন্য একাধিক নম্বরে। কিছু গন্ডগোল হচ্ছে আন্দাজ করেই নিজের একটি বেসরকারি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ব্যালেন্স চেক করেন তিনি। ব্যাস, তাঁর মাথায় হাত! খেয়াল করেন, তাঁর ক্রেডিট কার্ড থেকে সাড়ে তিন লক্ষ টাকা ব্যবহার হয়েছে। সাইবার প্রতারকরা যে তাঁর ফোনকে নিয়ন্ত্রণ করছে বুঝতে পেরেই, সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান পুলিসের কাছে। অভিযোগ দায়ের করেন সাইবার প্রতারণার মামলায়। তদন্তে নেমে রথীনবাবুর খোয়া যাওয়া সাড়ে ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে রানাঘাট পুলিস। 
জানা গিয়েছে, মধ্যবয়স্ক রথীনবাবু নদীয়ার চাকদা পূর্ব বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। চলতি বছর ৮ মে মাসের সকালে তিনি বুঝতে পারেন, যে তিনি সাইবার প্রতারকদের ফাঁদে পড়েছেন। ঘটনার তদন্তে নামে দেখা যায়, তাঁর ফোনে ‘ম্যালওয়্যার অ্যাক্টিভিটি’ অর্থাৎ দূর থেকে ওই ব্যক্তির ফোন নিয়ন্ত্রণ করার বিশেষ সফটওয়্যার ইনস্টল করা হয়েছে। এরপর সেই প্রযুক্তি ব্যবহার করে দূর থেকেই রথীনবাবুর মোবাইল নিজেদের ইচ্ছামতো ব্যবহার করছিল সাইবার প্রতারকরা। যেহেতু ফোনের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে, তাই রথীনবাবুর ক্রেডিট কার্ড থেকে তুলে নেওয়া হয় সাড়ে ৩ লক্ষ টাকা। টাকা উদ্ধারের পর সেই অঙ্কের চেক রানাঘাট পুলিস তুলে দেয় রথীনবাবুর হাতে। এদিকে, এই ঘটনার পাশাপাশি আরও একাধিক সাইবার প্রতারণার মামলার তদন্ত করছে রানাঘাট পুলিস জেলার সাইবার ক্রাইম থানা। ইতিমধ্যেই একাধিক ঘটনার তদন্তে নেমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। যেমন জুলাই মাসের ১০ তারিখ শান্তিপুর থানার ফুলিয়ার বাসিন্দা সুব্রত বসাক নামে এক ব্যক্তি সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন। একটি বেসরকারি ব্যাঙ্কের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন তিনি। কিন্তু আসলে সেই বিজ্ঞাপনটি ছিল সাইবার প্রতারকদের পাতা একটি ফাঁদ। চাকরির আবেদন করতেই বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে টাকা চাওয়া শুরু করে সাইবার প্রতারকরা। সব মিলিয়ে তাঁর থেকে নেওয়া হয় ২ লক্ষ ৫৯ হাজার ৪৮৩ টাকা। এর মধ্যে ফর্ম ফিলআপ, রেজিস্ট্রেশন ফি, সিকিউরিটি ডিপোজিটের মতো একাধিক দাবি করে টাকা হাতানো হয়েছিল। একইভাবে, চাকদার বাসিন্দা অরিন্দম চক্রবর্তী নামে এক ব্যক্তির ২ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে তদন্তকারীরা। তাঁর কাছে একটি নামী জামাকাপড়ের কোম্পানির ‘ফ্র্যাঞ্চাইজি’ পাইয়ে দেওয়ার নাম করে এই টাকা হাতানো হয়েছিল। প্রতারিত হয়েছেন বুঝতে পারার পর পুলিসে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। সেই ঘটনার তদন্তে নেমে টাকা উদ্ধার করে পুলিস। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রতারিতের টাকা উদ্ধার করে ফেরাতে সক্ষম হয়েছেন রানাঘাট পুলিস জেলার তদন্তকারীরা। সেই সমস্ত ঘটনায় উদ্ধার হওয়ার টাকার অঙ্ক কোথাও ৪ লক্ষ, কোথাও ১ লক্ষ আবার কোনও ঘটনার তদন্তে উদ্ধার করা গিয়েছে ৮০ হাজার টাকা।
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা