দক্ষিণবঙ্গ

কালনায় কমিউনিটি হলের উদ্বোধন মন্ত্রী স্বপন দেবনাথের

সংবাদদাতা, কালনা: কালনার আটঘড়িয়া-সিমলন পঞ্চায়েতের বৃদ্ধপাড়ায় এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে কমিউনিটি হল উদ্বোধন হল। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল প্রমুখ। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের বহু মহিলা উপস্থিত ছিলেন।  কালনার বৃদ্ধপাড়া এলাকায় আদিবাসী সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। গ্রামের নানা অনুষ্ঠান করতে অসুবিধা হতো। সেকারণে একটি কমিউনিটি হল তৈরির দাবি তোলা হয়েছিল। কালনা-১ পঞ্চায়েত সমিতি প্রায় তিন লক্ষ টাকা অনুমোদন করে। সেই টাকায় কমিউনিটি হলটি গড়ে উঠেছে। এতে খুশি এলাকার বাসিন্দারা। এদিনের অনুষ্ঠানে কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি তুলে সোচ্চার হন মন্ত্রী। বিরোধী রাজনৈতিক দলগুলি ঘোলা জলে মাছ ধরতে নেমে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেন। তিনি বলেন, এই কমিউনিটি হলটি এলাকার মানুষের সভা সমিতি সহ নানা কাজে লাগবে। গ্রামীণ এলাকার উন্নয়নই আমাদের লক্ষ্য।এদিন পূর্বস্থলী-১ ব্লকের বিদ্যানগর জিমন্যাস্টিক ও যোগা প্রশিক্ষণ শিবিরের সাতজন খেলোয়াড়কে জাতীয় স্তরে রুপো ও ব্রোঞ্জ পদক পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। পদক পাওয়া সাতজনকে ইতিমধ্যে এক ও দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বিদ্যানগর জিডি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষক অভিজিৎ দেবনাথ বলেন, প্রশিক্ষণ কেন্দ্রে সকলেই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। সকলের মধ্যেই ভালো প্রতিভা রয়েছে। ভালো প্রশিক্ষণের জন্য আধুনিক সরঞ্জাম চাই। একটি সংস্থার দেওয়া জিমন্যাস্টিক ম্যাটটি প্র্যাকটিসে খুবই কাজে আসবে। • নিজস্ব চিত্র
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা