দক্ষিণবঙ্গ

লাভপুরে পুরোহিত প্রশিক্ষণ শিবির বিধায়ক অভিজিতের

সংবাদদাতা, বোলপুর: বাংলায় দিন দিন বাড়ছে দুর্গাপুজোর সংখ্যা। কিন্তু কমছে পুরোহিতের সংখ্যা। যাঁরা রয়েছেন তাঁদের অনেকেই সেভাবে প্রশিক্ষিত নন। ফলে ধর্মীয় ও সংস্কৃতি সঙ্কট লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়টি সমাধানে অভিনব উদ্যোগ নিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। তিনি দুর্গাপুজোর প্রশিক্ষণ শিবির আয়োজন করেন। শনি ও রবি, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের মূল আয়োজক ইলামবাজারের পায়ের কানুমোহিনী চতুষ্পাঠী সদস্যরা। ব্যবস্থাপনায় ছিল ঈশ্বরী ফুল্লরা মহাপীঠ পরিচালক সমিতি ও লাভপুর ব্লক তৃণমূল পুরোহিত সেল। প্রশিক্ষণ শিবিরটির উদ্বোধন করেন পণ্ডিত অশোককুমার বন্দোপাধ্যায়।‌ প্রধান অতিথি ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জেলার মোট ১২০০ পুরোহিত অংশগ্রহণ করেন। দুর্গাপুজো কীভাবে করতে হয় তা বিশদে বলেন অশোকবাবু। প্রশিক্ষণ শিবিরে আগত পুরোহিতরা এর থেকে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক অভিজিৎ সিনহা।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় উন্মাদনার জন্য দুর্গাপুজো বর্তমানে ইউনেস্কোর হেরিটেজ সম্মানে স্বীকৃত। তাই ধর্মীয় ভাবনাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ফি বছরে অনুদান দিচ্ছেন। এর ফলে রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা নিয়মিত বেড়েই চলেছে। উপরন্তু কমছে পুরোহিতের সংখ্যা। বিষয়টি মাথায় রেখে সঠিক পদ্ধতিতে দুর্গাপুজো কীভাবে করে, তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আয়োজন করলেন অভিজিৎবাবু। কৃষিমন্ত্রীকে বিষয়টি জানালে তিনিও সানন্দে রাজি হন। এরপর শনিবার এই উপলক্ষ্যে শোভনদেব চট্টোপাধ্যায় লাভপুরে যান। সতীপীঠ ফুল্লরাতলায় পুজোও দেন। এরপর মূল প্রশিক্ষণ শিবিরে যোগদান করেন। শিবির আয়োজন প্রসঙ্গে অভিজিৎ সিংহ বলেন, প্রথমবারেই বীরভূম, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ১২০০ পুরোহিত অংশগ্রহণ করেছিলেন। ‌আজ রবিবারেও তা চলবে।‌ এবারেই যা সাড়া পেয়েছি, তাতে আগামী বছর পুরোহিতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে আমি আশাবাদী। এরপর পুরোহিতদের উদ্দেশ্যে শোভনবাবু বলেন, আমি বিজ্ঞানের ছাত্র হলেও বংশপরম্পরায় পুজোপাঠও করে থাকি। বাবার কাছে দুর্গাপুজো শিখেছিলাম। তৃণমূল ভবনে সরস্বতী, গণেশ ও বিশ্বকর্মা পুজো এখনও আমি করি। তবে দুর্গাপুজো অত সহজ বিষয় নয়। আমি মনে করি, দুর্গাপুজো মানে প্রকৃতিকে পুজো করা। তাই এই পুজো সঠিক পদ্ধতিতে হওয়া উচিত। এই সমাবেশে যোগদান করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। এরপর আর জি কর কাণ্ডে তিনিও দুষ্কৃতীদের কঠোর সাজার দাবিতে সরব হন। তিনি বলেন, এই আন্দোলনকে হাইজ্যাক করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এতে ডাক্তার, শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরাও অখুশি। মুখ্যমন্ত্রী সহ তৃণমূল দলও চায় অভিযুক্তদের কঠোর শাস্তি হোক। তার জন্য প্রথম থেকেই আমরা সিবিআই তদন্তের 
দাবি জানিয়েছি। আমরা ডাক্তারদের পাশে আছি। তবে অনুরোধ, আন্দোলন আপনারা করুন, কিন্তু 
চিকিৎসা বন্ধ করবেন না, এটা অমানবিক। -নিজস্ব চিত্র
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা