দক্ষিণবঙ্গ

প্রসাদপুর পঞ্চায়েতে ঢালাই রাস্তার কাজ শুরু

সংবাদদাতা, লালবাগ: শুক্রবার মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের প্রসাদপুর পঞ্চায়েতের রামভদ্রপুরে ৭৬ মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হল। মোট ব্যয় হবে তিন লক্ষ টাকা। উপস্থিত ছিলেন বিডিও প্রসন্ন মুখোপাধ্যায়, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি, পূর্ত কর্মাধ্যক্ষ আবু তালেব এবং পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা। দীর্ঘ দেড় দশক পর রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। 
প্রসাদপুর পঞ্চায়েতের রামভদ্রপুরের উপর দিয়ে বিস্তৃত এই ৭৬ মিটার পিচ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। রাস্তা জুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। মানুষের দুর্ভোগের শেষ ছিলনা। অথচ ইসলামপুর থানার হেরামপুর থেকে লালবাগ পর্যন্ত দীর্ঘ গ্রামীণ সড়কের মধ্যে রয়েছে ওই ৭৬ মিটার রাস্তা। ইসলামপুর, রানিনগর ও রানিতলা থানা এলাকার বাসিন্দাদের লালবাগ আসার জন্য রামভদ্রপুরের উপর দিয়ে আসতে হয়। ওই বেহাল রাস্তার জন্য তাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হত। ঢালাই রাস্তার কাজ শেষ হলে দীর্ঘ দেড় দশকের ভোগান্তির অবসান হবে। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি বলেন, জমি জটের কারণে ওই রাস্তাটুকু করা যাচ্ছিল না। জমিজট কাটতেই টেন্ডার ও ওয়ার্কঅর্ডার প্রক্রিয়া শেষ করে ঢালাই রাস্তার কাজ শুরু করা হল। পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় রাস্তা তৈরি হচ্ছে। পূর্ত কর্মাধ্যক্ষ আবু তালেব বলেন, গ্রামীণ যোগাযোগের ক্ষেত্রে রাস্তাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন তিনটি থানার দশ হাজারের বেশি মানুষ বিভিন্ন প্রয়োজনে ওই রাস্তা দিয়ে যাতাযাত করেন। সাধারণ মানুষের প্রয়োজনকে মান্যতা দিয়ে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঢালাই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা