দক্ষিণবঙ্গ

দিনেরাতে নারী সুরক্ষায় করিমপুরে তৎপর মহিলা পুলিসের দল

সংবাদদাতা, করিমপুর: এলাকার মহিলাদের নিরাপত্তা দিতে মহিলা পুলিসের দল গঠন করল করিমপুর থানা। মহিলা পুলিস অফিসার প্রণতি ঘোষের নেতৃত্বে মহিলা কনস্টেবলরা নারীদের অভয় দিচ্ছেন, যাতে তাঁরা রাস্তায় চলতে বা কাজের জায়গায় নিরাপদ বোধ করেন। করিমপুর থানার আইসি সিকান্দার আলম বলেন, এলাকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।  মহিলা পুলিসের এই দল করিমপুর এলাকার বিভিন্ন জায়গায় টহল দেবে। মহিলা পুলিস দলের সদস্যদের ফোন নম্বর বিভিন্ন প্রতিষ্ঠানের মহিলাদের কাছে দেওয়া হবে। সব মহিলাই যাতে নিরাপদে থাকতে পারেন এবং কোনও সমস্যার সম্মুখীন হলেই যাতে পুলিসের সাহায্য পান সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। মহিলা পুলিসের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর প্রণতি ঘোষ জানান, থানার বড়বাবুর নির্দেশে আমরা দিনে এবং রাতে রাস্তায় ডিউটি করছি। দিনের বেলায় স্কুল, কলেজের শিক্ষিকা ও মেয়েদের সঙ্গে কথা বলছি। তাদের কাছে আমাদের ফোন নম্বর দিচ্ছি। তাদের বলা হচ্ছে, স্কুলে কিংবা রাস্তায় কোনও সমস্যা হলেই যেন আমাদের জানানো হয়। হাসপাতাল, শপিং মল ও অন্যান্য জায়গায় কর্মরত মহিলাদেরও একই কথা বলা হচ্ছে। অনেকেই রাতের বাসে করিমপুরে ফেরেন। কোনও টোটো চালককে ডেকে তাঁদের নিশ্চিন্তে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। করিমপুরের বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, কলকাতার আর জি কর হাসপাতালের ঘটনায় মহিলাদের মনে ভয়ের সৃষ্টি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এটা পুলিসের খুব ভালো উদ্যোগ। কারণ, করিমপুরের অনেক মহিলা শপিং মলে কাজ করে রাতে বাড়ি ফেরেন। অনেকে হোটেলে কাজ করে গভীর রাতে বাড়ি ফেরেন। আবার অনেক মহিলা রাতের অন্ধকারে রোগীকে নিয়ে হাসপাতালে আসতে বাধ্য হন এবং তাঁকে বাড়ি ফিরতে হয়। সেই সময়ে পুলিসের সাহায্য পেলে সকলেই নিশ্চিন্ত হবেন। করিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী জানায়, তার কাছেও মহিলা পুলিস এসে জানতে ছেয়েছিলেন যে, স্কুল থেকে বাড়িতে যাওয়ার সময় কিংবা স্কুলে আসার সময় রাস্তায় কেউ তাদের কটুক্তি করে কিনা কিংবা তারা নিরাপত্তার অভাব বোধ করছে কিনা। পুলিসের এমন তৎপরতায় সকলে অনেক স্বস্তি বোধ করছি। তবে অনেকের প্রশ্ন রয়েছে যে, এমন তৎপরতা কতদিন থাকবে। তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার জানান, সারা রাজ্য এবং জেলার পাশাপাশি তেহট্ট মহকুমার বিভিন্ন থানায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা পুলিসের দল বিশেষ করে রাতের কর্মস্থল পার্লার, শপিং মল, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় গিয়ে কর্মরত মহিলাদের অভয় দিচ্ছেন এবং তাঁদের ফোন নম্বর দিচ্ছেন যাতে তারা সমস্যায় পড়লেই ফোন করে সাহায্য নিতে পারেন। 
পুলিসের ফোন নম্বর, অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) ৯১৪৭৮৮৮২৮৫, এসডিপিও তেহট্ট ৯১৪৭৮৮৮২৯১, করিমপুর থানা ৯১৪৭৮৮৮৩০২, মুরুটিয়া ৯১৪৭৮৮৮৩০৪, হোগলবেড়িয়া ৯১৪৭৮৮৮৩০৫, থানারপাড়া ৯১৪৭৮৮৮৩০৩, পলাশীপাড়া ৯১৪৭৮৮৮২৭৮, তেহট্ট ৯১৪৭৮৮৮২৯৬, নাজিরপুর ফাঁড়ি ৯১৪৭৮৮৮৩৩১।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা