দক্ষিণবঙ্গ

সাইবার প্রতারণা, ১ লক্ষ টাকা গায়েব দেওয়ানদিঘির বাসিন্দার

সংবাদদাতা, বর্ধমান: গ্রাহকের অজান্তেই তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা তুলে নেওয়া হল। হারিয়ে যাওয়া মোবাইলের সিমের তথ্য দেখে সাইবার প্রতারকরা টাকা হাতিয়ে নিয়েছে বলেই অনুমান। ঘটনার কথা জানিয়ে প্রতারিত বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। বর্ধমান থানার এক অফিসার বলেন, অভিযোগের ভিত্তিতে কেস রুজু হয়েছে। কীভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা ইউপিআই ট্রান্সফার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে সাইবার থানার সাহায্য নেওয়া হবে। দেওয়ানদিঘি থানার রামচন্দ্রপুরের বাসিন্দা নারায়ণচন্দ্র হাজরার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কুড়মুন শাখায় সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। কিছুদিন আগে সকালে তিনি বিজয়রাম এলাকায় বাজার করতে যান। সেইসময় তাঁর মোবাইলটি সিম সহ হারিয়ে যায়। এনিয়ে তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। সিমকার্ডটি বন্ধ করার ব্যবস্থা করেন। পরে একই মোবাইল সংস্থা থেকে সেই নম্বরের সিম নেন তিনি। পরের দিন সকালে তিনি জানতে পারেন, তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় যথাক্রমে ৪৬ হাজার, চার হাজার, ২০ হাজার ও ৩০ হাজার টাকা ইউপিআই ট্রান্সফার হয়েছে। বিষয়টি তিনি থানায় জানান। ব্যাঙ্কেও ঘটনার কথা জানিয়েছেন। ব্যাঙ্ক থেকে তাঁকে থানায় অভিযোগ দায়ের করার জন্য বলা হয়। সেইমতো তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা