উত্তরবঙ্গ

প্রার্থী দিলেও এখনও প্রচারে ঝড় তুলতে পারেনি বিরোধীরা

সংবাদদাতা, দেওয়ানহাট: সিতাই বিধানসভা উপ নির্বাচনের ভোট প্রচারের জন্য সময় রয়েছে মাত্র এক সপ্তাহ। ওই আসনে প্রার্থী দিলেও এখনও সেভাবে প্রচারে ঝড় তুলতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলি। সেভাবে এখনও প্রচারে দেখা যাচ্ছে না বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা, বিজেপি প্রার্থী দীপক কুমার রায়কেও। তবে কিছু কর্মী নিয়ে সিতাই ব্লকের প্রত্যন্ত গ্রাম উত্তর সিঙ্গিমারিতে মঙ্গলবার দুপুরে ভোট প্রচার করতে দেখা গেল কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহকে। শাসক দলের নিয়োগে দুর্নীতি, স্বজনপোষণ, আর জি কর কাণ্ড সহ বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে তার সমর্থনে প্রচার চালাচ্ছে। 
কংগ্রেস প্রার্থী হরিহরবাবু বলেন, এবারের উপ নির্বাচনে বাম ও বিজেপি লড়াইয়ের বাইরে চলে গিয়েছে। এই আসনে লড়াই হবে তৃণমূলের প্রার্থীর সঙ্গে কংগ্রেসের। কেননা ভোটের প্রচারে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না। বামেদের ৩৪ বছরের শাসন দেখেছে বাংলার মানুষ। বিজেপির বিভেদের রাজনীতিও অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। মানুষ শান্তিতে ভোট দিতে পারলে তৃণমূলের শিকে এবার ছিঁড়বে না।   
ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা বলেন, সিতাই বিধানসভা এলাকায় কংগ্রেসের তো কোনও সংগঠনই নেই। তাদের কোনও লোক না থাকায় অন্য এলাকা থেকে প্রার্থী করতে হয়েছে। প্রার্থী কয়েকজন লোক নিয়ে ভোট প্রচার করছেন। তাও তাঁরা আবার পাশের বিধানসভা এলাকার লোক। মানুষের কংগ্রেস, তৃণমূল, বিজেপি কারও উপরে আর আস্থা নেই। বামেরাই তাদের একমাত্র ভরসার জায়গা। তাই তৃণমূলের সঙ্গে বাম প্রার্থীর লড়াই হবে। এদিনও আমরা ওকরাবাড়িতে পথসভা করেছি।
বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, বাম, কংগ্রেস যাই বলুক না কেন এবারের লড়াই শুধু বিজেপি ও তৃণমূল প্রার্থীর মধ্যেই। মানুষ শান্তিতে ভোট দিতে পারলে ওই আসন তৃণমূল ধরে রাখতে পারবে না। তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বলেন, বিরোধীরা তো মাঠেই নেই। ভোট প্রচারে কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাঁকা মাঠেই আমাদের প্রচার করতে হচ্ছে।
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা