উত্তরবঙ্গ

ধনতলায় সরবরাহ করা জলে মাত্রাতিরিক্ত আয়রন, ব্যবহার করতে পারেন না বাসিন্দারা

সংবাদদাতা, শিলিগুড়ি: সময়মতোই টাইম কলে জল আসে। গ্রামের মানুষ সেই জল স্পর্শ করেন না। এই ঘটনা ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার। কল দিয়ে যে জল পড়ে তার রং লাল। গ্রামবাসীদের অভিযোগ, টাইম কলের জলে ভয়ঙ্কর মাত্রায় আয়রন রয়েছে। সেই কারণেই লাল জল পড়ে। এই জল খেলে রোগ হবে। খাওয়া তো দূরের কথা, রান্না সহ অন্যান্য কাজেও গ্রামের মানুষ এই জল  ব্যবহার করেন না। এমন ঘটনায় গ্রামবাসীরা তীব্র জলকষ্টের মধ্যে রয়েছেন।
পূর্ব ধনতলায় ১০ বছর আগে এই পাম্প বসিয়ে গ্রামে জল সরবরাহ শুরু হয়েছিল। গ্রামের বাসিন্দা বেদনা সরকার, কমল মণ্ডল, সুমি দাস বলেন,  তিন বছরেরও বেশি সময় ধরে আয়রন যুক্ত  লাল জল সরবরাহ করা হচ্ছে। রোগভোগের ভয়ে এই জল আমরা ব্যবহার করি না। জল প্রকল্প শুরু হওয়ায় স্বস্তিবোধ করেছিলাম। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের এখন বিষ জল দেওয়া হচ্ছে।  এব্যাপারে পঞ্চায়েতকে একাধিকবার জানিয়েও কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে পানীয় জলের জন্য অনেকটা দূরে যেতে হচ্ছে।
পঞ্চায়েত জানিয়েছে, জল প্রকল্পের রিজার্ভারটি দীর্ঘদিন সাফাই হয়নি। ভাল্বেরও সমস্যা দেখা দিয়েছে। এই কারণে মাঝেমধ্যে জল তুলে পরিস্রুত না করেই সরাসরি সরবরাহ করা হয়। এলাকার ভূগর্ভস্থ জলে আয়রন স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় রিজার্ভার থেকে শুরু করে পাইপ সর্বত্র  আয়রন জমে যাচ্ছে। সেই আয়রন জলের সঙ্গে মিশে লাল হয়ে যাচ্ছে। জলের এই সমস্যা নিয়ে পঞ্চায়েতের ভূমিকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। 
স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম কুমার মণ্ডল বলেন, অনেকদিন ধরেই এখানে লাল জল পড়ছে। এনিয়ে বারবার পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে। কিন্তু আজও এব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফুলবাড়ি-২ পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম বলেন, গ্রামবাসীদের কাছ থেকে  অভিযোগ পেয়েছি। প্রকল্পের দায়িত্বে পিএইচই রয়েছে। লিখিতভাবে বিষয়টি তাদের জানানো হবে যাতে অবিলম্বে সমস্যার সমাধান করে গ্রামবাসীদের পরিস্রুত পানীয় জল দেওয়া হয়।
(কল থেকে পড়ছে ঘোলা জল। - নিজস্ব চিত্র।)
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা