উত্তরবঙ্গ

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

সংবাদদাতা, তুফানগঞ্জ: প্রাথমিক স্কুলের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এমনকী প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। কালীপুজোর ছুটির পর মঙ্গলবার শিক্ষকরা স্কুলে এলে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। প্রধান শিক্ষককেও ঘিরে চলে বিক্ষোভ। দফায় দফায় চলা বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও অভিযুক্ত শিক্ষক এদিন স্কুলে আসেননি। পরিস্থিতি বেগতিক দেখে বন্ধ রাখা হয় স্কুলের পঠনপাঠন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার, সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় দাস সহ তুফানগঞ্জ থানার বিশাল পুলিস বাহিনী। 
নির্যাতিতার বাবা বলেন, আমার মেয়ে প্রথম শ্রেণির পড়ুয়া। গত মাসের ২৮ তারিখ স্কুল ছুটির পর তাকে ধর্ষণের চেষ্টা করে স্কুলেরই এক শিক্ষক। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা দে, নীলরতন সাহারা বলেন, প্রধান শিক্ষকের উপস্থিতিতে পুরো বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল। এধরনের ঘটনায় স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। পুজোর ছুটির কারণে স্কুল বন্ধ থাকায় এতদিন শিক্ষকরা স্কুলে আসেননি। এদিন এলে আমরা তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছি। সেইসঙ্গে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের বদলির দাবি জানাচ্ছি। যদিও স্কুলের প্রধান শিক্ষক চম্পক ব্যাপারী বলেন, ধামাচাপা দেওয়ার যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি ভিত্তিহীন। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা চাইছি সঠিক তদন্ত হোক। 
এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উজ্জ্বলকান্তি বসাক বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে গোটা বাংলা জুড়ে একের পর এক এধরনের ঘৃণ্য ঘটনা ঘটে চলেছে। খুদে পড়ুয়াকে যৌন হেনস্তার যে আভিযোগ উঠেছে তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন বলেন, এধরনের ঘটনায় নিন্দা করার ভাষা নেই। পুলিস তদন্ত করুক। তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার বলেন, স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জমা পড়েছে। ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
- নিজস্ব চিত্র।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা