উত্তরবঙ্গ

চাষের জমি কমলেও কমলার ভালো ফলনের আশা উদ্যানপালন দপ্তরের

সুব্রত ধর, শিলিগুড়ি: গাছে ধরেছে গুটি। মার্বেল আকৃতির সেই গুটি দেখেই এবার দার্জিলিংয়ের ‘রানি’ কমলা লেবুর ফলন নিয়ে আশায় বুক বাঁধছে উদ্যানপালন দপ্তর। তাদের বক্তব্য, চাষের জমি কমলেও গত বছরের তুলনায় এবার বাড়তে পারে ফলন। এজন্য বাগান পরিচর্যা এবং পোকার উপদ্রব দমনে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। বাগানে বাগানে বসানো হতে পারে আলোর ফাঁদ। এনিয়ে চাষিরাও উচ্ছ্বসিত।
দার্জিলিং পাহাড়ের অর্থকারী ফসলগুলির মধ্যে কমলা অন্যতম। শুধু বাংলা নয়, যার কদর জগৎজোড়া। যা পাহাড়ের ‘রানি’ হিসেবে পরিচিত। বর্ষা উধাও হতেই সেই ‘রানির’ ফলন নিয়ে চলছে চর্চা। ইতিমধ্যে বিভিন্ন বাগান ঘুরে কমলার ব্যাপক ফলনের প্রত্যাশা করছে উদ্যানপালন দপ্তর। স্থানীয় সূত্রের খবর, জুলাইয়ে ফুলে ভরে গিয়েছিল প্রতিটি কমলা বাগান। মৌমাছির আগমনও ছিল প্রচুর। ফলে পরাগমিলনও সুষ্ঠুমতো হয়েছে। এখন গাছে গাছে ধরেছে সবুজ মার্বেল আকৃতির গুটি। উদ্যানপালন দপ্তরের দার্জিলিং জেলার সহ অধিকর্তা দেবজিৎ বসাক বলেন, আবহাওয়া অনুকুল হওয়ায় প্রতিটি বাগানে ব্যাপক গুটি এসেছে। তা থেকেই মনে হচ্ছে কমলার ফলন বাড়বে।
পাহাড়ের কার্শিয়াং, দার্জিলিং পুলবাজার, সুখিয়াপোখরি, রংলিরংলিয়ট, মিরিক প্রভৃতি এলাকায় ছড়িয়ে রয়েছে কমলা বাগান। এখানকার কমলার আকৃতি তিন ধরনের- বড়, মাঝারি ও ছোট। প্রতিটিরই খোসা বা চামড়া পাতলা। স্বাদ অম্লত্বযুক্ত মিষ্টি। কিন্তু, বিভিন্ন কারণে কমলা বাগানের জমি ক্রমাগত কমছে। প্রশাসন সূত্রের খবর, গত বছর পাহাড়ে ১৫০০ হেক্টর জমিতে চাষ হয় কমলার। এবার ২০০হেক্টর চাষের জমি কমেছে। দপ্তরের আধিকারিকদের একাংশ বলেন, অনেকে পুরনো গাছ কেটে ফেলছেন। সেই জায়গায় আর কমলার গাছ লাগাচ্ছেন না। পরিবর্তে কেউ সব্জি চাষ করছেন। আবার কেউ পশুপালন করছেন। এজন্য চাষের এলাকা কিছুটা কমেছে। তা হলেও ফলন ধরে রাখতে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে বাগানে বাগানে গিয়ে রোগ-পোকার উপদ্রপ রুখতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। দপ্তরের সহঅধিকর্তা বলেন, ঠান্ডা শুরু হতেই বাগানে ফল ঝড়ে পড়ার প্রবণতা দেখা দেবে। তা হলেও ফলন ধরে রাখতে নিয়মিত বাগানের জঙ্গল পরিষ্কার করা, গাছের চারপাশে রিং করে মাটি খুঁড়ে সার ও অনুখাদ্য দেওয়া, পোকার উপদ্রব রুখতে আলোর ফাঁদ বসানোর পারমর্শ দেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। এবার গাছপিছু ২০০-২৫০পিস কমলা ফলবে বলেই আশা করছি।
এদিকে, শীত পড়তে না পড়তেই শিলিগুড়ির বাজারে আসছে কমলা। মঙ্গলবার শহরের দৈনিক নিয়ন্ত্রিত বাজারে কমলা ওঠে। স্থানীয়দের বক্তব্য, এটা প্রতিবেশী রাষ্ট্র ভুটানের কমলা। উদ্যানপালন দপ্তর জানিয়েছে, জানুয়ারি নাগাদ বাজারে আসবে দার্জিলিংয়ের কমলা।
(শিলিগুড়ির বাজারে ভুটানের কমলালেবু। - নিজস্ব চিত্র।)
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা