উত্তরবঙ্গ

মালদহ মেডিক্যাল পরিদর্শনে রাজ্যের টিম, রাত্তিরের সাথীর অগ্রগতি দেখলেন প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, মালদহ: রাত্তিরের সাথী প্রকল্পের কাজ খতিয়ে দেখতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এল স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধি দল। মঙ্গলবার দুই সদস্যের দলটি মেডিক্যাল কলেজ পরিদর্শনে আসে। তারা মেডিক্যাল কলেজ ক্যাম্পাস ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। ঘুরে দেখেন বিভিন্ন ওয়ার্ড হস্টেল।
মঙ্গলবার স্বাস্থ্যভবনের প্রতিনিধি দলের পরিদর্শন প্রসঙ্গে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, স্বাস্থ্যভবন থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এখানে এসেছেন। এখানে রাত্তিরের সাথী প্রকল্পে কী কী কাজ হয়েছে, তা পরিদর্শন করেন। আলোর ব্যবস্থা, সিসিক্যামেরা সহ সুরক্ষার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই গুলো ওঁরা দেখেছেন। 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাত্তিরের সাথী প্রকল্পের সূচনা হয়েছে সারা রাজ্যজুড়ে। এই প্রকল্পের অধীনে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত ঠিক কী কী পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেই সমস্ত কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে স্বাস্থ্যভবনের তরফে পরিদর্শক দল আসে এখানে। স্বাস্থ্যভবনের পাঠানো দুই সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য স্বাস্থ্যদপ্তরের যুগ্ম সচিব রাহুল নাথ এবং দীপঙ্কর ভৌমিক।
এই ব্যাপারে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি ডা: প্রসেনজিৎ বর বলেন, রেস্টরুম, শৌচালয়, আলোর ব্যবস্থা, সিসিক্যামেরা মনিটরিং সংক্রান্ত বিষয়গুলো পরিদর্শকরা খতিয়ে দেখেন। আগে আমাদের ১৭১টি সিসিক্যামেরা বসানো ছিল। সম্প্রতি নতুন করে আরও ২২৮টি সিসিক্যামেরা বসানো হয়েছে। 
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, এদিন হাসপাতালে এসেই প্রথমে অধ্যক্ষ এবং এমএসভিপি'র সঙ্গে বৈঠকে বসেন। বেশ কিছুক্ষণ বৈঠকের পর মেডিক্যালের ট্রমা কেয়ার ইউনিট, মাতৃমা, মেডিসিন বিভাগ ঘুরে ঘুরে সরেজমিনে কাজের মান এবং গতি প্রকৃতি খতিয়ে দেখেন স্বাস্থ্যভবনের প্রতিনিধি দল। ডাক্তারি পড়ুয়াদের হস্টেলও পরিদর্শনে যান। তবে হস্টেলের ভিতরে তাঁরা প্রবেশ করেননি। বাইরে থেকেই হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা, সিসিক্যামেরা দেখেন। 
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য নতুন করে নয়টি রেস্টরুম তৈরি করা হয়েছে। এর আগে ২১টি রেস্টরুম ছিল। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের জন্য বাড়ানো হয়েছে শৌচালয়ের সংখ্যাও।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা