উত্তরবঙ্গ

পাঁচ কিমি গ্রামীণ সড়ক বেহাল, দুর্ভোগে দশটি গ্রামের বাসিন্দারা

সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল ১ ব্লকের উমরপুর থেকে রাজাটোলা ৫ কিমি গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। এরফলে দু’টি গ্রাম পঞ্চায়েতের ১০টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়ছেন। সংস্কারের তিনবছরের মধ্যে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। বিভিন্ন অংশে পিচের চাঁদর উঠে গিয়েছে। ছোটবড় গর্ত তৈরি হয়েছে। কৃষিকাজ থেকে শুরু করে বিভিন্ন কাজে যেতে গিয়ে পথচারীরা দুর্ঘটনার আশঙ্কা করছেন। সবথেকে বেশি বেহাল পাঞ্চালি মোড় এলাকা। সেখানে ২০০মিটার জুড়ে শুধুই খনাখন্দ। যার জেরে দুর্ভোগে  ছাত্রছাত্রী থেকে পথচারীরাও। এমনকি বিভিন্ন সময় টোটো উল্টে দুর্ঘটনাও ঘটছে বলে দাবি স্থানীয়দের।
তপন দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, সংস্কারের তিন বছরের মধ্যেই পিচের চাদর উঠে গিয়েছে। বিপজ্জনক অবস্থায় চলাচল করতে হচ্ছে এলাকার মানুষকে। বর্তমানে রাস্তাটি মেরামতের প্রয়োজন। বাবু সরকার নামে আরএক স্থানীয় বাসিন্দা বলেন,রাস্তার যা অবস্থা হয়েছে, তাতে বয়স্ক ও শিশুরা চলতেই পারবে না। বিভিন্ন সময় ছোটগাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। রোগীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। জাতীয় সড়ক সংযোগকারী ওই রাস্তাটি মতিহারপুর ও চাঁচল গ্রাম পঞ্চায়েতের রাজাটোলা, বসন্তপুর, নয়াটুলি, দামুয়া, শঙ্করকলা ও উমরপুর সহ ১০টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। এক কৃষক ফিরদৌস আলি বলেন, গ্রামে সব্জি চাষ হয়। ভাঙা রাস্তা দিয়ে বাজারে সব্জি বিক্রি করতে গিয়ে দুর্ভোগে পড়তে হয়। সময়ে বাজারে পৌঁছানো যায় না। 
এদিকে, এলাকার বাসিন্দারা সমস্যার কথা জানাননি বলে সাফাই দিয়েছেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। তিনি বলেন,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে রাস্তাটি সংস্কারের জন্য দ্রুত প্রস্তাব পাঠানো হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা