উত্তরবঙ্গ

পানিশালায় পেভার ব্লকের রাস্তার কাজ সম্পূর্ণ, শুরু হল যাতায়াত

সংবাদদাতা, মেখলিগঞ্জ: কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ১৩৮ নম্বর পানিশালায় পেভার ব্লকের রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার থেকে ওই নতুন পথে যাতায়াত শুরু হল। খুশি স্থানীয় বাসিন্দারা।
জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন বলেন, ১৬৪ নম্বর গোপালপুর থেকে ১৩৮ নম্বর পানিশালার শনিমন্দির পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবি ছিল বহুদিন ধরেই। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দকৃত টাকা খরচ করে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এদিন জনসাধারণের যাতায়াতের জন্য রাস্তাটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল।
কৃষিপ্রধান এই এলাকার বহু মানুষ ১৩৫০ মিটার দীর্ঘ রাস্তাটির উপর বহুলাংশে নির্ভরশীল। এতদিন সেখানে মাটির রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে গাড়ি, টোটো বা মানুষের চলাচলেও যথেষ্ট অসুবিধা হতো। উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের বরাদ্দ টাকায় অবশেষে তৈরি হল পেভার ব্লকের রাস্তা। মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রায় বর্মন বলেন, রাস্তা নির্মাণে মোট খরচ হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৮ হাজার ৪৩৬ টাকা। দ্রুতগতিতে রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন, রাস্তাটি নির্মিত হওয়ায় উপকৃত হবেন এলাকার বহু মানুষ।
স্থানীয় বাসিন্দা কমল বর্মন, গোপাল রায়, দীনেশ বর্মন’রা জানান, শুধু রাস্তা নির্মাণই নয়, দু’ধার বোল্ডার দিয়ে পাইলিংও করা হয়েছে। এখন থেকে কৃষকদের পণ্য নিয়ে যাতায়াত করতে সুবিধা হবে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, জামালদহের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় রাস্তাটি নির্মিত হয়েছে। এর আগে পেভার ব্লক দিয়ে এত সুন্দর রাস্তা ওই এলাকায় তৈরি হয়নি। রাস্তাটি এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে।  
(এই রাস্তায় পেভার ব্লক বসানোর কাজ শেষ হয়েছে। - ফাইল চিত্র।)
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা