উত্তরবঙ্গ

সাঁকোয়াঝোরা-১ ও বিন্নাগুড়িতে লিড নিতে ঘাঁটি গেড়েছে তৃণমূল

সংবাদদাতা, আলিপুরদুয়ার: সাঁকোয়াঝোরা-১ ও বিন্নাগুড়ি। মাদারিহাট বিধানসভার এই দু’টি অঞ্চলে লিড নিতে মরিয়া হয়ে উঠেছে শাসকদল তৃণমূল। দু’টি অঞ্চলের ৫২টি বুথে কার্যত ঘাঁটি গেড়ে প্রচারে নেমে পড়েছে জোড়াফুল শিবিরের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দুই জেলার নেতারা।
মাদারিহাট বিধানসভার ১২টি অঞ্চলের মধ্যে সাঁকোয়াঝোরা-১ ও বিন্নাগুড়ি এই দু’টি অঞ্চল পড়েছে জলপাইগুড়ির বানারহাট ব্লকে। চব্বিশের লোকসভা ভোটে মাদারিহাট বিধানসভার ১২টি অঞ্চলের মধ্যে বিজেপি সবচেয়ে বেশি লিড পেয়েছিল এই দু’টি অঞ্চলেই। বিজেপি সাঁকোয়াঝোরা-১ অঞ্চলে ৩৫২৭ ও বিন্নাগুড়ি অঞ্চলে ৩৮৬০ ভোটের লিড পেয়েছিল। দু’টি অঞ্চল মিলিয়ে চব্বিশের ভোটে গেরুয়া শিবিরের ভোটের লিড ছিল ৭৩৮৭।
আসন্ন ১৩ নভেম্বরের উপ নির্বাচনে বাজিমাত করতে হলে এই দু’টি অঞ্চলে পদ্মশিবিরকে টেক্কা দিতেই হবে জোড়াফুল শিবিরকে। রাজনৈতিক মহলেরও ধারণা, মাদারিহাট উপ নির্বাচনে তৃণমূল না বিজেপি, কে জিতবে তা ঠিক করে দেবে এই দু’টি অঞ্চলই। তার জন্যই তৃণমূলের পাখির চোখ এই দু’টি অঞ্চলই। কার্যত দুটি অঞ্চলের ৫২টি বুথে পড়ে থেকে প্রচার চালাচ্ছেন তৃণমূলের দুই জেলার নেতৃত্ব। দলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ ও মন্ত্রী বুলুচিক বরাইক দলের কর্মী-সমর্থকদের নিয়ে দু’টি অঞ্চলে দিনরাত প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। অন্যদিকে, দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক ও দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মারও ধ্যানজ্ঞান এখন বিধানসভার এই দু’টি অঞ্চলই।
চব্বিশের ভোটে সাঁকোয়াঝোরা-১ অঞ্চল বিজেপি ১২ হাজার ৬২৫ ও তৃণমূল পেয়েছিল ৯০৯৮ ভোট। অন্যদিকে, বিন্নাগুড়ি অঞ্চলে বিজেপি ১০ হাজার ১১২ ও তৃণমূল পেয়েছিল ৬২৫২ ভোট। ওই দু’টি অঞ্চলে উপ নির্বাচনে তৃণমূল, বিজেপিকে টপকে যেতে পারে কি না, তা নিয়েই জল্পনা চলছে রাজনৈতিক মহলে।
তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক বলেন, উন্নয়নের স্বার্থে জলপাইগুড়ির বানারহাট ব্লকের ওই দু’টি অঞ্চলের ৫২টি বুথে দলের সাংগঠনিক শক্তি মজবুত করা হয়েছে। লোকসভায় বিজেপিকে ভোট দিয়ে ওই দু’টি অঞ্চলের মানুষের মোহভঙ্গ হয়েছে। উপ নির্বাচনে দু’টি অঞ্চলেই এবার দল লিড পাবে।
বিজেপির জেলা সভাপতি এমপি মনোজ টিগ্গা অবশ্য বলেন, তৃণমূলের ঘাঁটি গেড়ে প্রচারেও লাভ হবে না। লোকসভা ভোটের মতো উপ নির্বাচনেও সাঁকোয়াঝোরা-১ ও বিন্নাগুড়ি অঞ্চলের মানুষ আমাদের পাশেই থাকবে।
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা