উত্তরবঙ্গ

কেন্দ্রীয় বাহিনী থাকায় পুজোর পর স্কুল খুললেও হল না পঠনপাঠন

সংবাদদাতা, দিনহাটা: পুজোর ছুটির পর মঙ্গলবার বিদ্যালয় খুলেছে। তবে বেশিরভাগ স্কুলেই হল না এদিন কোনও ক্লাস। কারণ, সিতাই উপ নির্বাচন উপলক্ষ্যে একাধিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী থাকায় অনেক পড়ুয়া এদিন স্কুলমুখী হয়নি। যার ফলে নাম ডেকেই ছুটি দেওয়া হল একাধিক স্কুল। নভেম্বরের তৃতীয় সপ্তাহে বার্ষিক পরীক্ষা শুরু হবে। সেই সময়ও যদি বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী থাকে, পরীক্ষা নিতেও সমস্যা হবে বিদ্যালয় কর্তৃপক্ষের। 
গীতালদহ উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মোস্তফা খন্দকার বলেন, বিদ্যালয়ের মেয়েদের ক্লাসরুমগুলিতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আরও অনেক শ্রেণিকক্ষ রান্নাঘর হিসেবে ব্যবহার হচ্ছে। তাই বিদ্যালয় খুললেও পঠনপাঠনের পরিবেশ ছিল না। বাধ্য হয়েই নাম ডেকেই ছুটি দেওয়া হয়েছে। ওকরাবাড়ি আলাবক্স উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নবিউল ইসলাম বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই বার্ষিক পরীক্ষা শুরু হবে। এদিন বিদ্যালয় খুললেও কোনও ছাত্রছাত্রী আসেনি। বিদ্যালয়ে ঢোকার মুখেই কেন্দ্রীয় বাহিনী অবস্থান করছে। সেই কারণে ওই গেট দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে সাহস পাচ্ছে না পড়ুয়ারা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনাচাত্রায় সিতাই মডেল স্কুলে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ওই ব্লকের সিতাই হাইস্কুল ও চামটা আদর্শ হাইস্কুলেও রয়েছে এক কোম্পানি করে বাহিনী। এক কোম্পানি বাবু জগজীবন রাম ছাত্রনিবাসে রয়েছে। বাকি ১১ কোম্পানি দিনহাটা থানার অধীনেই রয়েছে। দিনহাটা হাইস্কুল, গোপালনগর হাইস্কুল, গীতালদহ হাইস্কুল, পেটলা নবীবক্স হাইস্কুল, মাতালহাট হাইস্কুল, ভেটাগুড়ি এলবিএস হাইস্কুল, আটিয়াবাড়ির জোড়পাকুরি হাইস্কুল, গোঁসানিমারি হাইস্কুল এবং বড় আটিয়াবাড়ি নিউ বাসস্ট্যান্ড সহ একাধিক জায়গায় রয়েছে।
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা