উত্তরবঙ্গ

উল্টে গেল টোটো, ব্যাগ থেকে মিলল নিষিদ্ধ কাফ সিরাপ

সংবাদদাতা, পতিরাম: ভোরে বিকট শব্দে ঘুম ভাঙল গ্রামবাসীর। রাস্তায় যেতেই নজরে পড়ল, বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়েছে টোটো। আর তাতে ব্যাগ নিয়ে রয়েছে দু’জন। গ্রামবাসীরা উদ্ধার করতে এগিয়ে গেলেই তারা পালিয়ে যায়। ভোরবেলা এমনই কাণ্ড দেখে রহস্য দানা বাঁধে বাসিন্দাদের মনে। তাঁরা দেখেন টোটোয় পড়ে রয়েছে ব্যাগভর্তি নিষিদ্ধ কাফ সিরাপ। এরপর গ্রামবাসীরা দু’জনকে ধাওয়া করেও আর ধরতে পারেননি। বালুরঘাট থানার পুলিস সেখান থেকে ২৪৯ বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের জিতাহার গ্রামে। 
পুলিস ও স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, ভোরে টোটো দুর্ঘটনা হয়। গ্রামবাসীরা আসতেই তারা পালিয়েছে। তদন্ত শুরু হয়েছে। 
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই গ্রামের এক বাসিন্দা বলেন, ভোরে টোটোটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। আমরা তাদের উদ্ধার করতে গেলা যাত্রীরা ছুটে পালিয়ে যায়। তাদের ব্যাগে কাফ সিরাপ ছিল। আমাদের অনুমান, প্রতিদিন ভোরে এই রাস্তা দিয়ে কাফ সিরাপ পাচার করা হয়। পুলিস সূত্রে খবর, মালঞ্চা থেকে গ্রামের ভিতরের রাস্তাগুলি রাতে শুনসান থাকে। এদিকে মালঞ্চা পেরিয়ে চিঙ্গিসপুরের ভিতর দিয়ে গেলেই সীমান্ত পাওয়া যায়। গ্রামীণ রাস্তার ভিতরগুলিতে রাতে পুলিসের টহলদারি তেমন থাকে না। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে পাচারকারীরা। পুলিসি অভিযানে বালুরঘাটে খুব বেশি কাফ সিরাপ ধরা যায়নি। তবে আশেপাশের সীমান্ত এলাকা দিয়ে কাফ সিরাপ পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ছে অনেকে। পুলিস সূত্রে খবর, বেশিরভাগ টোটোয় নম্বর প্লেট থাকে না। সেই সুযোগকে লাগিয়ে লাগিয়েই এই পাচার চক্র চলছে। তবে এদিনের ঘটনায একেবারেই ভিন্ন। দুর্ঘটনার পর ব্যাগ থেকে বোতল বেরিয়ে আসে। গ্রামবাসীরা ধরে ফেলবে এই আশঙ্কায় পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবিষয়ে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজেন সিং বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কাফ সিরাপ দেখে পুলিসকে খবর দেওয়া হয়।
45m 6s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা