উত্তরবঙ্গ

 ছ’মাসের মধ্যে ভেঙে গিয়েছে গ্রিল ও জানালা, অকেজো  সলিড ওয়েস্ট প্রকল্পের আবর্জনা সংগ্রহের একটি গাড়ি

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: গ্রামকে আবর্জনা মুক্ত রাখতে প্রায় এক বছর আগে সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হয়েছিল। ছ’মাস আগে সেটি চালু হয়। এরমধ্যে প্রকল্পের গ্রিল ও জানালার তারের জালি ভেঙে গিয়েছে।  হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে বিরুয়া গ্রামে নির্মাণ করা হয় এই প্রকল্পটি। তবে বছর খানেকের মধ্যে প্রকল্পের দুরাবস্থা দেখে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। অত্যন্ত নিম্নমানের কাজ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় বিডিওকে তদন্ত করে দেখতে বলেছেন। স্থানীয় সূত্রে খবর, বিরুয়া গ্রামের শেষপ্রান্তে ফাঁকা মাঠে নির্মাণ করা হয়েছে প্রকল্পের ঘর। তাতে একটি গ্ৰিল ও নয়টি জানালা আছে। অভিযোগ, গ্ৰিলটি পাতলা লোহার পাত দিয়ে পিলারের সঙ্গে আটকানো ছিল। তবে মাস চারেক আগে পাতিগুলো ছুটে গিয়ে গ্ৰিলটি হেলে পড়েছে। জানালার তারের জালিগুলো খুলে মেঝেতে পড়ে আছে। এমনকি, কয়েকটি জানালা জালি সহ উধাও হয়ে গিয়েছে। মাত্র এক বছরের মধ্যে সরকারি প্রকল্পের এমন দশা দেখে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এই ব্যাপারে হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, দ্রুত গ্ৰিল ও জানালাগুলো মেরামত করা হবে। স্থানীয় বাসিন্দা বারেক হোসেন ও মানোয়ারা হোসেন বলেন, প্রকল্পের কাজ খুব নিম্নমানের হয়েছে। আবর্জনা সংগ্রহকারী দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি দু’মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। নিয়মিত এলাকায় আবর্জনা সংগ্রহ করা হয় না। গ্রামে যেখানে সেখানে আবর্জনা জমে রয়েছে।
রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন বলেন, রাতের অন্ধকারে অসাধু ব্যক্তিরা গ্ৰিল ও জালিগুলো ভেঙে দিয়েছে। গ্রামের কিছু লোক ঘরটিতে পাট কাঠি ও জ্বালানি ভরে রেখেছে। গ্ৰিলে তালা লাগানো ছিল। সেটাও ভেঙেছে। আবর্জনা সংগ্রহকারী দু’টি গাড়ির মধ্যে একটি গাড়ি খারাপ হয়ে গিয়েছে। সেটা শীঘ্রই ঠিক করা হবে। অঞ্চলে ২১টি গ্রাম রয়েছে। একটি গাড়ির পক্ষে সব গ্রামে যাওয়ার সম্ভব হচ্ছে না। তাই আবর্জনা সংগ্রহ করা কয়েকদিন ধরে  সমস্যা হচ্ছে। তবে বিডিওকে সমস্ত বিষয়টি জানিয়েছি।
44m 31s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা