উত্তরবঙ্গ

জলপাইগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে নম্বরহীন টোটো

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে ফের দাপিয়ে বেড়াচ্ছে নম্বরহীন টোটো। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে যানজট। টোটোর দাপটে সকাল-বিকেল জলপাইগুড়ির দিনবাজার এলাকায় নাজেহাল স্থানীয় মানুষ। সন্ধ্যার পর একই অবস্থা হচ্ছে শহরের প্রাণকেন্দ্র কদমতলাতেও। রাস্তার উপরেই দাঁড় করিয়ে রাখা হচ্ছে কয়েকশো বাইক। তার উপর টোটোর ভিড়। দুর্ভোগে পড়েছেন পথচারীরা।
জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, “আমরা টোটো নিয়ে ধরপাকড় শুরু করেছিলাম। শহরে টোটোর সংখ্যা সীমিত রাখতে আমরাই পুরসভাকে বলি রেজিস্ট্রেশন চালু করার জন্য। কিন্তু পুরসভার পক্ষ থেকে তো আমাদের জানাতে হবে যে কত টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। কত টোটোকে নম্বর দেওয়া হয়েছে। সেই মতো আমরা ব্যবস্থা নেব। কিন্তু পুরসভার তরফ থেকে আমাদের এখনও কিছুই জানানো হয়নি।” পাশাপাশি, কদমতলা, দিনবাজার এলাকায় রাস্তার উপর বাইক পার্কিং নিয়ে তিনি বলেন, “কোন এলাকা পার্কিং জোন আর কোন এলাকা নো-পার্কিং জোন, সেটা পুরসভাকেই চিহ্নিত করতে হবে। সেই মতো পুলিস পদক্ষেপ নেবে।”
জলপাইগুড়ির পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “শহরে রেজিস্ট্রেশন বিহীন অনেক টোটোই চলছে। বাইরের এলাকা থেকেও শহরে টোটো ঢুকছে। পুজোর জন্য নিয়ম একটু শিথিল করা হয়। কালীপুজোর পর থেকে আবারও টোটো নিয়ে কড়া পদক্ষেপ নেব আমরা।”
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা