উত্তরবঙ্গ

মেডিক্যালে দুই চিকিৎসকের বদলি, প্রতিবাদে সরব ডাক্তারদের একাংশ

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেডিক্যালের শিশু বিভাগের দুই চিকিৎসকের বদলির প্রতিবাদে সরব হলেন ডাক্তারদের একাংশ। ওই দুই চিকিৎসককে বেআইনিভাবে বদলি করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। মঙ্গলবার এনিয়ে মেডিক্যাল কর্তৃপক্ষের হাত দিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে স্মারকলিপি দেন জলপাইগুড়ি মেডিক্যালের বেশকিছু চিকিৎসক। আর জি কর কাণ্ডে আন্দোলনে শামিল হওয়ায় ওই চিকিৎসকদের জলপাইগুড়ি থেকে মুর্শিদাবাদে বদলি করা হয়েছে বলে এদিন তোপ দাগেন তাঁরা। এমনকী ওই দুই চিকিৎসক ‘থ্রেট কালচারের’ শিকার বলেও দাবি করেন প্রতিবাদে সরব হওয়া চিকিৎসকরা।
এনিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বদলির প্রতিবাদে সরব হওয়া চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, এমনিতেই জলপাইগুড়ি মেডিক্যালে শিক্ষক-চিকিৎসকের অভাব। তারউপর আচমকা দুই শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হল। যে দুই চিকিৎসককে বদলি করা হয়েছে, সহকারী অধ্যাপক হিসেবে তাঁদের নিয়োগপত্র দেওয়ার সময় বলা হয়েছিল, পাঁচ বছরের মধ্যে বদলি হবে না। কিন্তু সেই নিয়ম ভেঙে বদলি করা হল। এর মধ্যে একজনের অবসরের আর কয়েকমাস বাকি। তাঁকেও অনৈতিকভাবে বদলি করা হয়েছে।
যদিও মেডিক্যালের সুপার ডাঃ কল্যাণ খাঁ জানিয়েছেন, স্বাস্থ্যভবনের নির্দেশ মেনে ওই দুই চিকিৎসককে আমাদের এখান থেকে রিলিজ করা হয়েছে। নতুন জায়গায় তাঁরা কাজে যোগ দিয়েছেন বলে শুনেছি। কোথাও কোনও অনিয়মের প্রশ্নই নেই। স্বাস্থ্যভবন থেকে যেমনটা বলা হয়েছে, আমরা তেমনই করেছি। চিকিৎসক সঙ্কটের মধ্যে দুই চিকিৎসককে বদলি নিয়ে মেডিক্যালের সুপারের বক্তব্য, চিকিৎসকদের সঙ্কটের বিষয়টি সবসময়ই স্বাস্থ্যভবনকে জানানো হয়। এক্ষেত্রেও বলা হয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা