উত্তরবঙ্গ

হাতি করিডর আটকে দিয়ে কংক্রিটের দেওয়াল নির্মাণ

সংবাদদাতা, নকশালবাড়ি: হাতির করিডরে কংক্রিটের নির্মাণ!
নকশালবাড়ির রকমজোতে উঠেছে এমনই অভিযোগ। শিলিগুড়ি মহকুমা পরিষদের রাস্তা ঘেঁষে চলছে প্রাচীর তৈরির কাজ। তবুও প্রশাসনের কোনও হুঁশ নেই। ওই রাস্তা ঘেঁষে রয়েছে কলাবাড়ি বনাঞ্চল। সেই পথেই যাতায়াত বুনোদের। কিন্তু এমন জায়গায় নির্মাণ ঘিরে এখন নকশালবাড়িতে বিতর্ক তুঙ্গে। এই ব্যাপারে পানিঘাটার রেঞ্জার সমীরণ রাজ বলেন, ওখানে হাতির করিডর রয়েছে। তবে প্রাচীর নির্মাণ হচ্ছে কি না জানা নেই। কোন এলাকায় তা নির্মাণ হচ্ছে, সেটি খতিয়ে দেখব। 
মহকুমা পরিষদের এসআরডিএ ফান্ডে রকমজোতে আড়াই কিমি রাস্তা নির্মাণ হয়েছে। সেই রাস্তার পাশে যে প্রাচীর তৈরি করা হচ্ছে, তা পুরোপুরি অবৈধ বলেই অভিযোগ। প্রশাসন নিকাশির জন্য আগামীতে রাস্তার পাশে নালা তৈরির ভাবনা রেখেছে। কিন্তু প্রাচীর নির্মাণ হয়ে গেলে তাতে সমস্যা হবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য শান্তিপ্রসাদ তির্কি বলেন, ওখানে সরকারি জমিতে প্রাচীর তৈরি হচ্ছে। যা অবৈধ। এনিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাব। স্থানীয় এক বাসিন্দার মদতে জমিটি ইতিমধ্যেই বিক্রি করা হয়েছে। নির্মীয়মান ওই জায়গা দিয়ে হাতির দল নিয়মিত পারাপার করে। সেক্ষেত্রে করিডরে হাতি বাধা পেলে গ্রামে ঢুকে যেতে পারে বলেও আশঙ্কা।
কলাবাড়ি বনাঞ্চল ঘেঁষে রয়েছে রকমজোত গ্রাম। উত্তরপূর্ব ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস গড়ে উঠেছে ওই এলাকায়। এক সময়  নকশালবাড়ি থেকে জমি আন্দোলন শুরু হয়েছিল। এখন সেই নকশালবাড়িরই উল্টো চিত্র। এক দশকের মধ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য মাত্রা ছড়িয়েছে। চলতি বছরে নকশালবাড়িতে জমি জালিয়াতি সংক্রান্ত একাধিক মামলা নজরে আসতেই মুখ্যমন্ত্রীও হস্তক্ষেপ করেন। তাঁর নির্দেশ রাজ্যজুড়ে সরকারি জমি চিহ্নিত করে সরকারি বোর্ড লাগানোর কাজ শুরু হয়। তবে তা এখন বন্ধ রয়েছে। এই সুযোগে ফের জমি মাফিয়ারা সরকারি জমির জাল দলিল বানিয়ে প্লটিং করে বিক্রির ছক পেতেছে। 
মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ বলেন, রাস্তার জমি দখল হয়নি। শুনেছি ইতিমধ্যে ১৮বিঘার একটি প্লট বিক্রি হয়েছে। সেক্ষেত্রে ওই জমিতে কে কোন উদ্দেশ্যে প্রাচীর দিচ্ছেন, তা গ্রাম পঞ্চায়েতে জানানো হয়নি। সেখানে ইন্ডাস্ট্রি নাকি ফার্ম হাউস হবে, না প্লটিং হবে, তা আমার জানা নেই। তবে সেখানে হাতির করিডর রয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। 
এই নির্মাণ নিয়েই বিতর্ক। - নিজস্ব চিত্র।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা