উত্তরবঙ্গ

২৪ ঘণ্টায় মাটিগাড়া ও বাগডোগরায় উদ্ধার দু’টি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: ফের শিলিগুড়িতে সক্রিয় আগ্নেয়াস্ত্র কারবারি! ২৪ ঘণ্টার মধ্যে মাটিগাড়া ও বাগডোগরায় পুলিসের জালে তিন আগ্নেয়াস্ত্র ক্যারিয়ার বা পাচারকারী। ধৃতদের নাম সোনম তাসী, হর্ষকুমার তামাং ও মহম্মদ কামিরুল। প্রথমজন সিকিম, দ্বিতীয়জন বিহারের, তৃতীয়জন ফুলবাড়ির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দু’টি পাইপগান ও দু’টি তাজা বুলেট উদ্ধার হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এধরনের তিনটি ঘটনা ঘটায় পুলিস ও গোয়েন্দাদের একাংশ উদ্বিগ্ন। এর নেপথ্যে বিহারের আর্মস সিন্ডিকেট জড়িত বলেই গোয়েন্দাদের সন্দেহ। এনিয়ে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ওই ঘটনাগুলি নিয়ে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সমস্ত অ্যাঙ্গেল থেকে ঘটনাগুলি খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার গভীর রাতে মাটিগাড়ার চামটা ব্রিজের কাছে দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস। তারা অভিযুক্তদের ব্যাগে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, দীর্ঘক্ষণ ধরে বাজার করার ব্যাগ হাতে ব্রিজের কাছে ঘুরঘুর করছিল ওই যুবকরা। সোর্সের দেওয়ার খবর অনুসারে কাছে গিয়ে নাম জিজ্ঞেস করলেও তারা কোনও জবাব দিচ্ছিল না। বাড়ির ঠিকানা জানতে চাইলেও তারা উত্তর দেয়নি। সেখান থেকে তারা পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে তাদের ধরা হয়। একজনের ব্যাগ থেকে পাইপগান, আরএকজনের পকেট থেকে গুলি উদ্ধার হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন সিকিমের নামচি, আরএকজন বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে পূর্ব পরিচয় রয়েছে। সম্ভবত ধৃতরা বিহার থেকে আর্মসের এই কনসাইনমেন্ট নেয়। এখানে তা হস্তান্তর করত। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ির এসিজেএম আদালতে তোলা হয়। জামিনের আবেদন খারিজ করে ধৃতদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার রাতে বাগডোগরার জংলিবাবা মোড়ের কাছে আগ্নেয়াস্ত্র সহ বাইক আরোহী কামিরুলকে গ্রেপ্তার করে পুলিস। সে বিহার থেকে বাইকে করে এখানে এসেছিল। ফুলবাড়িতে নিজের এলাকায় সে এই কনসাইনমেন্ট হস্তান্তর করত বলেই মনে হচ্ছে।   
প্রসঙ্গত, ইদানিং শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রের কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। গত ৭ নভেম্বর বাগডোগরার বিহারমোড় থেকে তিনটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি সহ বালুরঘাট গ্যাংয়ের তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। সেই ঘটনার ১২ দিনের মাথায় পর পর দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। শুধু তাই নয়, শহর ও গ্রামীণ এলাকায় বিভিন্ন ঘটনায় ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। গত রবিবার খড়িবাড়িতে এক লটারি ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করে দুষ্কৃতী। ঘটনাগুলি পুলিসের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিস ও গোয়েন্দাদের সন্দেহ, সম্ভবত বিহার থেকে চোরা পথে এখানে আগ্নেয়াস্ত্র ঢুকছে। 
ধৃতদের আদালতে নিয়ে যাচ্ছে পুলিস। - নিজস্ব চিত্র।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা