উত্তরবঙ্গ

২২ লক্ষ টাকায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নর্দমা, জঙ্গল সাফাই! বিতর্ক

সংবাদদাতা, শিলিগুড়ি: জঙ্গল ও নর্দমা সাফাইয়ের জন্য ২২ লক্ষ টাকা খরচ দেখিয়ে বিতর্কে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। সোমবার কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা তাঁর বক্তব্যে বলেছিলেন কলেজ, হাসপাতাল চত্বরের নর্দমা ও জঙ্গল সাফাইয়ের জন্য স্বাস্থ্যদপ্তর থেকে ২২ লক্ষ টাকা পেয়েছিলাম। সেই টাকায় মেডিক্যাল কলেজ হাসপাতাল ও হস্টেল চত্বরের জঙ্গল, নর্দমা সাফাইয়ের কাজ করা হয়েছে।  
প্রিন্সিপালের এই বিবৃতি ঘিরে মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীদের একাংশ বিস্মিত। তাঁদের বক্তব্য,  উত্তরবঙ্গ মেডিক্যালে নিকাশি ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি।  যেকারণে বৃষ্টি হলে চারদিকে জল জমে থাকে। বিভিন্ন ওয়ার্ডের সঙ্গে কিছু নর্দমা রয়েছে। কিন্তু নিকাশি ব্যবস্থা না থাকায় সেই জল বের হওয়ার রাস্তা নেই। নর্দমার মোট যে দৈর্ঘ রয়েছে তা পরিষ্কার করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচের হিসেব অবিশ্বাস্য। 
জঙ্গল সাফাই নিয়েও একই প্রশ্ন দেখা দিয়েছে। কলেজ, হাসপাতাল ও বিভিন্ন হস্টেলের আশপাশে থাকা ঝোপঝাড় সাফাইয়ের জন্যও লক্ষ লক্ষ টাকা খরচ তাঁরা মেনে নিতে পারছেন না। কিছু গাছ কাট হয়েছে। সেই অর্থে বড় কোনও গাছ কাটা হয়নি। অভিযোগ, জঙ্গল সাফাই হয়েছে বলে প্রিন্সিপাল দাবি করলেও এখনও হাসপাতাল বিভিন্ন রাস্তার ধারে ঝোপঝাড় থেকে গিয়েছে। তাই এই দু’টি কাজের জন্য ২২ লক্ষ টাকা খরচের হিসেব কেউ মেলাতে পারছেন না। মেডিক্যাল কলেজের কর্মীদের একাংশের বক্তব্য, ২২ লক্ষ টাকায় যে পরিমাণ জঙ্গল ও নর্দমা পরিষ্কার করা যায়, তা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নেই। একাকালীন জঙ্গল ও নর্দমা সাফাইয়ের জন্য ২২ লক্ষ টাকা খরচ অবিশ্বাস্য। 
এত টাকা খরচ করে জঙ্গল ও নর্দমার সাফাই হলেও একমাস যেতে না যেতেই আবার কেন  জায়গায় জায়গায় জঙ্গল ও বিভিন্ন ওয়ার্ডের গায়ে থাকা নর্দমায় নোংরা জমছে? এতে এই সাফাই কাজের মান ও প্রকৃত খরচ নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা বলেন, ২২ লক্ষ টাকা আমরা পেয়েছিলাম। পূর্তদপ্তরকে দিয়ে এই কাজ করানো হয়েছে। তবে জঙ্গল কেটে দেওয়ার পরেও কিছু কিছু জায়গায় জঙ্গল আবার হয়েছে। এককালীন সাফাইয়ের জন্য পাওয়া ২২ লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে। 
২২ লক্ষ টাকায় জঙ্গল ও নর্দমা সাফাইয়ের কথা শুনে বিস্মিত মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার।  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। প্রধান বলেন, উত্তরবঙ্গ মেডিক্যালের জঞ্জাল সাফাই নিয়ে  সম্প্রতি একটি বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমাদের খরচ দিলে আমরা এই কাজ করে দিতে পারি। ২২ লক্ষ টাকায় শুধু জঙ্গল আর নর্দমা সাফাই হয়েছে শুনে অবাক লাগছে। আমাদের এর অর্ধেক টাকা দিলে গোটা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিষ্কার করে দেব।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা