উত্তরবঙ্গ

জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ১, জখম তিন

সংবাদদাতা, কুমারগ্রাম: মাঝরাতে কুয়াশায় ঢাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ট্রাক। গভীর রাতে দৃশ্যমানতা কমে যাওয়ায় সেই ট্রাকে গিয়ে সজরে ধাক্কা একটি ছোট গাড়ির। ট্রাকে ওঠার সময় সেই গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি।  সোমবার ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া এলাকায়। এই ঘটনায় ছোট গাড়িতে থাকা তিনজন গুরুতর জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম ধীমান রায়(৪৬)। তিনি পেশায় শ্রমিক ছিলেন। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহটির ময়নাতদন্ত হয়েছে। তেলিপাড়া এলাকায় ৩১সি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় দুর্ঘটনার আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হল। 
পুলিস সূত্রে খবর, রাতে ট্রাকটি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রায়ডাক-২ নম্বর নদীতে বালি-পাথর তোলার জন্য ট্রাকটির যাওয়ার কথা ছিল। ধীমান রায় ওই ট্রাকেই উঠতে যাচ্ছিলেন। সেসময় আলিপুরদুয়ারের দিক থেকে আসা পণ্যবাহী ছোটগাড়িটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ধীমানের মৃত্যু হয়। তাঁকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পণ্যবাহী গাড়িতে থাকা তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস হাসপাতাল থেকে ধীমানের দেহ উদ্ধার করেছে। এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
এদিকে, স্থানীয় বাসিন্দারা বলেন, রাত হলেই জাতীয় সড়কের একাংশ দখল করে বড় বড় ট্রাক দাঁড়িয়ে থাকে। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকে বলে দূর থেকে ট্রাক দেখা সম্ভব নয় অন্য গাড়ির চালকদের। যার জেরেই এই দুর্ঘটনা।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা