উত্তরবঙ্গ

বালুরঘাটের রাস্তায় গবাদি পশুর রাজত্ব, অভিযান পুর চেয়ারম্যানের

সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরের রাস্তায় যেন গবাদি পশুদের রাজত্ব। সন্ধ্যা হলেই যানজটে পথচলা দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। রাস্তা থেকে গোরু ও ষাঁড় হঠাতে এবার অভিযানে নামলেন খোদ পুরসভার চেয়ারম্যান। 
সোমবার রাতে পুরসভার ট্রাক্টর ও গাড়ি এনে বালুরঘাট শহর ঘুরে ঘুরে বেশকিছু গোরু আটক করে খোঁয়াড়ে পাঠানোর ব্যবস্থা করা হয়। তার আগে অবশ্য নাজেহাল হতে হয়েছে পুরকর্মীদের। শেষপর্যন্ত তাঁরা বাগে আনেন সাতটি গোরুকে। পুরসভা জানিয়েছে, গবাদি পশু রাস্তায় ছাড়লেই আটক করে খোঁয়াড়ে পাঠানোর পাশাপাশি জরিমানা করা হবে মালিকদের। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, অনেকে রাস্তায় গোরু ছেড়ে দিচ্ছেন বলে যানজট হচ্ছে। আমরা মাইকিং করে বারণ করলেও মালিকরা রাস্তায় গোরু ছেড়ে দিচ্ছেন। লাগাতার অভিযান চলবে। 
সম্প্রতি শহরে ষাঁড়ের হামলায় এক বাসিন্দা আহত হওয়ার অভিযোগ উঠেছিল। রাস্তায় গোরু ও ষাঁড়ের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। অতর্কিতে হামলার ভয় করছিলেন তাঁরা। এবিষয়ে শহরের বাসিন্দা সুব্রত সরকারের মন্তব্য, গবাদিপশু যেভাবে রাস্তা অবরোধ করে থাকে, তাতে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। ষাঁড়ের আক্রমণে অনেকে জখম হয়েছেন। গবাদি পশুদের নিয়ন্ত্রণের জন্য নিয়মিত নজরদারির ব্যবস্থা করা উচিত্ পুরসভার।  
বালুরঘাটের শ্মশানকালী বাড়ি এলাকা, থানা মোড়, বাসস্ট্যান্ড চত্বর, চকভৃগু, বড়বাজার, তহবাজার, রঘুনাথপুর সহ বিভিন্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকে গোরু ও ষাঁড়। এতে সাধারণ মানুষের চলাফেরা করতে সমস্যা হওয়ার পাশাপাশি যানজটও বাড়ছিল। অনেক সময় ষাঁড় দোকানে ঢুকে সব্জি খেয়ে নেওয়ায় ক্ষতির মুখে পড়ছিলেন ব্যবসায়ীরা। এছাড়া কিছুদিন আগে গোরুকে ধাক্কা মেরে এক বাইক চালক গুরুতর আহত হন। পরপর এসব ঘটতে দেখে বাসিন্দারাও ব্যবস্থা নেওয়ার দাবি করছিলেন। পুরসভা নড়েচড়ে বসায় আপাতত তাঁদের স্বস্তি ফিরেছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা