উত্তরবঙ্গ

মানিকচকে ফের ভাঙন, গঙ্গার গ্রাসে ২০টি দোকান, হাহাকার এলাকাজুড়ে

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা মানিকচক: গভীর রাতে বিকট শব্দ। আচমকা ভাঙন মালদহের মানিকচক ঘাটে। নিমেষে গঙ্গায় তলিয়ে গেল প্রায় কুড়িটি দোকান ও বাড়ি। কিছু বুঝে ওঠার আগেই সর্বহারা হলেন বহু মানুষ। ভাঙনের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায় প্রশাসন ও পুলিস। ভাঙন কবলিত মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়। স্থানীয় ব্যবসায়ীরাও ছুটে আসেন ঘাটে। গঙ্গা ভাঙন ঘিরে মানুষের মনে ব্যাপক আতঙ্ক তৈরি হয় নতুন করে। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মানিকচক ঘাটে গঙ্গার এক কিলোমিটার অংশ জুড়ে ভাঙন হয়। রাত দুটো নাগাদ শুরু হয়ে ভাঙন পর্ব চলে ভোর পর্যন্ত। ওই এলাকায় নদীর ধারে প্রচুর অস্থায়ী দোকান ছিল। অধিকাংশই চলে গিয়েছে নদীগর্ভে। গঙ্গার হঠাৎ ভাঙনে রাতেই হাহাকার পড়ে যায় গোটা এলাকায়। আশেপাশের মানুষ নদীর পারে ছুটে আসেন গঙ্গার ভয়ঙ্কর গর্জন শুনে। রাতের অন্ধকারে স্থানীয়রা তাঁদের দোকানপাট সরানোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। 
মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ভয়ঙ্কর ভাঙন হয়েছে। সাধারণত গঙ্গায় জল কমলে ভাঙন হয়। বর্ষার সময়ও এই দিকটা ভাঙেনি কখনও। এমন ভয়ঙ্কর ভাঙন আগে দেখেননি এই এলাকার মানুষ। 
রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া মানিকচক পরিদর্শন করে গিয়েছেন চব্বিশ ঘণ্টাও হয়নি। গঙ্গাবক্ষে লঞ্চে করে ঘুরে দেখেছেন বিভিন্ন এলাকার পরিস্থিতি। ভাঙন রোধে কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছিলেন বাস্তুকারদের কাছে। সন্তোষজনক উত্তর না পেয়ে বাস্তুকারদের মৃদু ধমকও দেন মন্ত্রী। আশার আলো দেখা দেওয়ার পর এমন ভয়ঙ্কর ভাঙনে জীবনে আঁধার নেমে আসবে কল্পনাও করতে পারেননি বাসিন্দারা।
নতুন এলাকায় ভাঙন নিয়ে চিন্তিত সাবিত্রী মিত্র। তাঁর মন্তব্য,মন্ত্রীকেও সবটা জানিয়েছি। রাজ্য সরকার সাধ্যমতো চেষ্টা করছে। কিন্তু কেন্দ্র টাকা না দিলে এই ভাঙন রোধ করা যাবে না।
এই মানিকচক ঘাটেই রয়েছে আন্তঃরাজ্য সীমানা। গঙ্গার ওপারেই রয়েছে ঝাড়খণ্ডের রাজমহল ঘাট। গঙ্গার উপর দিয়ে নৌকা ও লঞ্চে চেপে প্রতিদিন দুই রাজ্যের কয়েকশো মানুষ যাতায়াত করেন। চিকিৎসার জন্য ঝাড়খণ্ড থেকে বহু মানুষ মানিচক ঘাট হয়ে মালদহে আসেন। আবার  একইভাবে এপারের বহু মানুষ ওপারে ঝাড়খণ্ডে বিভিন্ন কাজে গিয়ে থাকেন। যার ফলে এই মানিকচক ঘাট মালদহের অন্যতম গুরুত্বপূর্ণ। দুই রাজ্যের মানুষের যাতায়াতকে কেন্দ্র করে এখানে বাজার গড়ে ওঠে। এদিনের ভাঙনে সর্বস্বান্ত হয়েছে সেরকম অনেক ব্যবসায়ী পরিবার।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা