উত্তরবঙ্গ

রাসমেলায় এসে নোনা ইলিশ, বাংলাদেশি সিল্ক ও গুড়ের খোঁজ, না পাওয়ায় হতাশা

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: শৈশবের দিনগুলি কেটেছিল বাংলাদেশের সিরাজগঞ্জে। স্বামীর বাড়ি ছিল টাঙ্গাইলের হিংগানগরে। বর্তমানে কোচবিহারের ঘুঘুমারির পানিশালা গ্রামের বাসিন্দা। তবু বাংলাদেশের কথা শুনলেই মনে ভেসে ওঠে শৈশবের ছবি। সেদেশের মানুষ দেখলে কথা বলার, দেখা করার ইচ্ছে জাগে মনে। টাঙ্গাইল মানেই শাড়ি। সিল্ক। এসব চিন্তা করেই মঙ্গলবার রাসমেলায় এসেছিলেন স্বপ্না দে। রাসমেলায় বাংলাদেশের স্টল বসে। ইচ্ছে ছিল সেখান থেকে শাড়ি কেনার। 
কিন্তু এবার তো সেই জায়গা ফাঁকা। বসেনি বাংলাদেশি স্টল। তার বদলে নবদ্বীপের কয়েকজন বাংলাদেশের জামদানি, সিল্ক প্রভৃতি শাড়ির স্টল দিয়েছেন। তাঁরা আগে রাসমেলায় বাংলাদেশের স্টলে কাজ করতেন। কলকাতায় বাংলাদেশি শাড়ির গোডাউন থেকে শাড়ি নিয়ে এসে এখানে বিক্রি করছেন। ফলে স্বপ্নাদেবীর এদিন আর শাড়ি কেনা যেমন হয়নি, তেমনই বাংলাদেশ থেকে আসা মানুষের সঙ্গে কথা বলাও হল না। 
স্বপ্নাদেবী বলেন, আমার বাপের বাড়ি সিরাজগঞ্জ। রাসমেলায় টাঙ্গাইল সিল্ক দেখতে এসেছিলাম। বাংলাদেশের মানুষ এখানে আসেন। তাঁদের সঙ্গে বসে একটু গ্রামের কথা শুনতাম। কিন্তু ওই দেশ থেকে এবার কেউ আসেননি। শাড়িও আর কেনা হল না। 
স্টলে ক্রেতাদের শাড়ি দেখাতে ব্যস্ত ছিলেন নবদ্বীপ থেকে আসা মহম্মদ নাসিদ, সম্রাট শেখ। তাঁরা বলেন, এবার রাসমেলায় বাংলাদেশের স্টল আসেনি। নোনা ইলিশ, গুড়ও আসেনি। আমরা ছয়-সাত বছর রাসমেলায় বাংলাদেশের স্টলে কাজ করেছি। কলকাতা থেকে বাংলাদেশের ঢাকাই জামদানি সহ বিভিন্ন ধরনের শাড়ি নিয়ে এসেছি।  রাসমেলায় প্রতিবছর যে জায়গায় বাংলাদেশের শাড়ির বেশকিছু স্টল বসে সেখানে এবার বসেছে খাওয়ারের দোকান। আছে অন্যান্য দোকানও। ফলে নির্দিষ্ট ওই জায়গাতেই এসে অনেকে বাংলাদেশের স্টল খুঁজছেন। ওই সব স্টলের সামনেই বসতো নোনা ইলিশ, ফরিদপুরের খেজুর গুড়, পাটালি গুড়। এবার সেসব নিয়েও বাংলাদেশ থেকে কেউ আসেননি। ফলে মেলার ওই জায়গাটা কার্যত জৌলুস হারিয়েছে। 
তবে বাংলাদেশের বিভিন্ন সিল্কের শাড়ি নিয়ে যাঁরা এখানে স্টল দিয়েছেন তাঁরা ক্রেতাদের শাড়ি দেখাচ্ছেন। ঢাকাই জামদানি যে একটি আংটির ভিতর দিয়ে চলে যায় সেটাও হাতে-কলমে করে দেখাচ্ছেন তাঁরা। অন্যান্যবার রাসমেলায় বাংলাদেশের স্টলের প্রতি মানুষের যে আকর্ষণ লক্ষ্য করা যায় এবার স্টল না থাকায় অনেকেই মেলায় ঘুরে ঘুরে সেই সব স্টলে শাড়ি দেখা ও কেনার থেকে বঞ্চিত হচ্ছেন।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা