উত্তরবঙ্গ

৩০ লক্ষে তৈরি ক্যান্টিনে মেলে না খাবার, চলছে পরীক্ষা নিয়ামকের অফিস!

সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন তৈরিতে ৩০ লক্ষ টাকা খরচ হলেও সেখানে কোনও খাবারের ব্যবস্থাই নেই। উল্টে চলছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের অফিস।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারিদের জন্য ওই ক্যান্টিন তৈরি করা হলেও ওখানে কেউ কোনওদিন খাবার খাননি। পরিবর্তে সেখানে ডেপুটি এক্সাম কন্ট্রোলারের নোটিস বোর্ড জ্বলজ্বল করছে। যাতে লেখা রয়েছে, এই ঘরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কেউ এই রুমের সামনে ঘোরাঘুরিও করতে পারবেন না। কারণ ক্যান্টিনের ওই রুমটি ব্যবহার করা হয় পরীক্ষা সংক্রান্ত জরুরি কাজকর্মের জন্য।
এই ক্যান্টিন ব্যবহার করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন অধ্যাপক ও কর্মীদের একাংশ। তাঁরা বলেন, কর্মীদের জন্য ক্যান্টিনের দাবি বহুদিনের। রেজিস্ট্রার ও উপাচার্যকে জানিয়েও লাভ হয়নি। ক্যান্টিন থাকলে কাজের চাপের মধ্যেও অন্তত ঠিকমতো খাবার মেলে। অনেক চুক্তিভিত্তিক কর্মী কিংবা গ্রুপ ‘ডি’ কর্মীকে এখন বেশি টাকা খরচ করে বাইরে খেতে হয়।
এদিকে যে  ক্যান্টিন নিয়ে এত চর্চা, সেটির তৈরির খরচ নিয়েও ক্যাগের রিপোর্টে উঠে এসেছে আর্থিক অনিয়ম প্রসঙ্গ। বলা হয়েছে, ৩০ লক্ষ ৬৯ হাজার টাকা খরচ করে এই ক্যান্টিন তৈরি হলেও তা একদিনের জন্যও কাজে লাগানো হয়নি। এর মধ্যে আবার ২২ লক্ষ ২২ হাজার টাকার হিসেব বিশ্ববিদ্যালয় দিতে পারেনি বলে ক্যাগ রিপোর্টে সমালোচনা করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, অডিটের সময় দরজার সামনে লেখা ছিল ‘নো এন্ট্রি পারমিটেড’। অর্থাত্ প্রবেশ নিষেধ। ক্যান্টিন রুম তাহলে ব্যবহার করছে কারা? দেখা গিয়েছে, বর্তমানে একটি বেসরকারি এজেন্সি ওখানে কাজ করছে। তারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বেশকিছু বিষয় দেখাশোনার দায়িত্বে। এই এজেন্সির টেন্ডারও বিতর্কের ঊর্ধ্বে নয়। এনিয়ে ক্যাগ রিপোর্টে প্রশ্নও তোলা হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  দীপক কুমার রায় বলেন, জায়গা সংক্রান্ত সমস্যার কারণেই স্টাফ ক্যান্টিনে ওই এজেন্সিকে জায়গা দেওয়া হয়েছিল। এনিয়ে অভিযোগ জমা পড়েছে। আমরা দ্রুত ওই এজেন্সিকে সরানোর ব্যবস্থা করব। ক্যাগ রিপোর্টে টেন্ডার নিয়েও অনিয়মের কথা বলা হয়েছে। বিস্তারিত তদন্তের পরই প্রকৃত সত্য জানা যাবে।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা