উত্তরবঙ্গ

সরকারি পাট্টার জমি দখলের অভিযোগ, দশ চাষিকে মারধর, হাত ভাঙল দু’জনের

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ভূমিহীন চাষিদের থেকে সরকারের পাট্টা পাওয়া জমি কেড়ে নিতে চেষ্টা চালাল মাফিয়ারা। ধান কাটার সময় অস্ত্র নিয়ে হামলা হল চাষিদের উপর। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হল তাঁদের। পাল্টা প্রতিরোধ করেন চাষিরাও। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর তাঁরাও এদিন পিটিয়েছেন মাফিয়াদের। দু’পক্ষের সংঘর্ষে দুই মহিলা সহ ১০ জন চাষি জখম হন। অভিযোগ, দু’জন চাষির হাত ভেঙে দিয়েছে মাফিয়ারা। অপরপক্ষের জখম হয়েছে দু’জন। 
সোমবার দুপুরে হরিশ্চন্দ্রপুরের খোসালপুর গ্রামের এই ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিস সূত্রে জানা গিয়েছে, খোসালপুর গ্রামের চাষি খুরশেদ আলম (৩০), রুকশেদ আলি (৪০), আরশাদ আলি(১৬), কালুয়া শেখ(৫২), রুকসানা বিবি(৩৬) এবং ফুলতারা খাতুন (১৮) সহ ১০ জনকে মারধর করেছে মাফিয়ারা। খুরশেদ এবং রুকশেদের হাত ভেঙে দেওয়া হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৯৫ সালে রাজ্য সরকার খোসালপুর গ্রামের ১০ জন ভূমিহীন চাষিকে পাট্টা দিয়েছে। দীর্ঘ ২৯ বছর ধরে চাষিরা প্রায় ১১ বিঘা জমি চাষ করে আসছেন। তবে চাষিদের নামে জমির রেকর্ড না থাকার সুযোগে হরিশ্চন্দ্রপুরের বিরুয়া এস্টেটের রাজার বর্তমান প্রজন্মের গুমেদ ইকবাল, আসাদুল ইকবাল এবং জালালউদ্দিন ইকবাল নিজেদের প্রভাব খাটিয়ে ভূমিদপ্তরে অবৈধভাবে সেই জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে নেন বলে অভিযোগ। তারপর বাহুবলে জমি দখলের চেষ্টা করেন। 
চাষি খুরশেদ বলেন, ওরা দলবল নিয়ে এসে মারধর করে আমার হাত ভেঙে দিয়েছে। যদিও পাল্টা জালালুদ্দিনের দাবি, এই জমি তাদের। দীর্ঘদিন ধরে তাঁরা চাষ করে আসছেন। গ্রামের চাষিদের তিন বছর চাষ করতে দিয়েছি। সেই জমির ধান কেটে নিয়ে আসছিল অন্য চাষিরা। বাধা দিতে গিয়ে দু’পক্ষের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই ব্যাপারে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, উভয়পক্ষের অভিযোগ দায়ের হয়েছে। পুলিস তদন্ত করছে। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা