উত্তরবঙ্গ

ট্যাব কাণ্ডের নেপথ্যে কল সেন্টারগুলি!

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে একাংশ কলসেন্টার ও সাইবার ক্যাফের হাত! এমনটাই মনে করছেন তদন্তকারী অফিসাররা। তাঁরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন। অন্যদিকে, ট্যাব ইস্যুতে প্রতারিত পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকল টাকা। মঙ্গলবার শিলিগুড়িতে দু’টি স্কুলের প্রতারিত ১০ ছাত্রের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে আগামী শিক্ষাবর্ষের শুরুতেই পড়ুয়াদের পোশাক দিতে তৎপর প্রশাসন। এদিন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাজীব প্রামাণিক এ ব্যাপারে স্কুলগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। 
ট্যাব কাণ্ড নিয়ে শিলিগুড়িতে তিনটি অভিযোগ হয়েছে। অভিযোগ, কিছু পড়ুয়ার টাকা বিহারের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। সেই ঘটনাগুলি নিয়ে পুলিস তদন্তে নামলেও এখনও সমাধান করতে পারেনি। পুলিস ও গোয়েন্দা সূত্রের খবর, শিলিগুড়িতে সাইবার প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। যা নিয়ন্ত্রণ করে একাংশ সাইবার ক্যাফে ও কলসেন্টার। শহরের বিভিন্ন এলাকায় কলসেন্টারের সংখ্যা অসংখ্য। ইতিমধ্যেই প্রতারণা চক্র চালানোর অভিযোগে কিছু কলসেন্টার সিল করেছে পুলিস। ট্যাব কাণ্ডেও একাংশ কলসেন্টার ও সাইবার ক্যাফের হাত আছে বলে পুলিসের সন্দেহ। 
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ট্যাব কাণ্ড নিয়ে তদন্ত চলছে। এখনও পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে কিছু কলসেন্টার ও সাইবার ক্যাফের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। 
অন্যদিকে, রাজ্যের অন্য প্রান্তের মতো শিলিগুড়িতেও দু’টি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। অভিযোগ, ওই ছাত্রছাত্রীদের টাকা হাতিয়েছে সাইবার প্রতারক চক্র। এদিন সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে রাজ্য। বাগডোগরার চিত্তরঞ্জন হাইস্কুলের প্রধান শিক্ষক বাসুদেব তেওয়ারি বলেন, স্কুলের চার পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এ ব্যাপারে পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিন ওই পড়ুয়াদের ট্যাবের টাকা প্রদান করা হয়েছে। 
এই অবস্থায় এদিন স্কুলগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন শিলিগুড়ি শিক্ষা জেলার বিদ্যালয় পরিদর্শক। প্রশাসন সূত্রে খবর, সেখানে মূলত ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের ইউনিফর্ম তৈরির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। স্কুলগুলিকে পড়ুয়ার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ট্যাবের প্রসঙ্গও আলোচনায় উঠেছে বলে খবর। 
দপ্তরের এক আধিকারিক বলেন, ট্যাবের টাকা নিয়ে দু’ধরনের ঘটনা ঘটেছে। একটা লেনদেন ফেল। অর্থাৎ পড়ুয়ার অ্যাকাউন্টে আধার ও মোবাইল লিঙ্ক নেই। সেই টাকা বেহাত হয়নি। আরএকটি ঘটনা ভুল লেনদেন। অর্থাৎ অ্যাকাউন্ট হ্যাক। বিদ্যালয় পরিদর্শক অবশ্য বলেন, এখানে ট্যাবের টাকা প্রদান নিয়ে কোনও সমস্যা নেই। সবটা মিটে গিয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা