উত্তরবঙ্গ

জয়গাঁয় শিক্ষককে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ২

সংবাদদাতা, আলিপুরদুয়ার: জয়গাঁয় যৌনাঙ্গ কেটে শিক্ষক শান্তাবীর তামাংকে খুনের ঘটনায় পুলিস সোমবার রাতে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত দু’জন হল রোহিত থাপা ও পাশাং লামা। দু’জনেরই বাড়ি জয়গাঁয়। রোহিত একসময় গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ ছিল। সেই সুবাদে মোর্চার ডুয়ার্সের আহ্বায়ক ছিল সে। 
জয়গাঁয় শিক্ষক খুনের ঘটনায় একদা বিমল গুরুং ঘনিষ্ঠ রোহিত থাপা গ্রেপ্তার হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ইদানিং রোহিত থাপার মোর্চার সঙ্গে কোনওরকম যোগ ছিল না। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও বলেন, বহু বছর আগে রোহিত থাপা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এখন আমাদের সংগঠনের সঙ্গে ওর কোনওরকম সম্পর্ক নেই। 
এদিকে, রোহিত সহ মোট চারজন গ্রেপ্তার হওয়ায় জয়গাঁর শিক্ষক নেতা খুনের ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। শিক্ষক শান্তাবীর তামাংয়ের সঙ্গে জুয়ার আসরে যেতেন রোহিত ও পাশাং লামাও। পুলিস জানিয়েছে, জুয়ায় একদিন রোহিত শিক্ষক শান্তাবীরকে বলে তোমার গাড়িটা দাও জুয়ায় লাগাব। কিন্তু জুয়ায় হেরে যায় রোহিত। হেরে যাওয়ার পর শান্তাবীর তাঁর গাড়ির দেড় লক্ষ টাকা চায় রোহিতের কাছে। কিন্তু দিনের পর দিন শান্তাবীরের তাগাদা সত্বেও রোহিত টাকা দিতে পারে না। টাকার তাগাদায় অতিষ্ট হয়ে রোহিত শেষ পর্যন্ত শান্তাবীরকে খুন করার পরিকল্পনা নেয়। খুনের ষড়যন্ত্রে মদত দেয় পাশাং লামাও। আর শান্তাবীরকে এই খুনের জন্য রোহিত মোটা টাকার সুপারি দিয়েছিল বিজয় সুব্বা ও পান্ডু রাইকে। তারপরেই গত শুক্রবার গভীর রাতে যৌনাঙ্গ কেটে খুন করা হয় শান্তাবীরকে। শনিবার সকালে জয়গাঁর শুক্রাজোতের মাঠে যৌনাঙ্গ কাটা অবস্থায় উদ্ধার হয় শিক্ষক শান্তাবীরের দেহ। কাটা যৌনাঙ্গটি মৃতের মুখে গুঁজে দেওয়া ছিল। 
এই পান্ডু রাই ও বিজয় সুব্বাকে পুলিস আগেই গ্রেপ্তার করেছিল। তাদের জেরা করেই খুনের প্রকৃত কারণ উদ্ধার করতে সক্ষম হয় পুলিস। তারপরেই সোমবার রাতে রোহিত ও পাশাংকে গ্রেপ্তার করা হয়। দেড় লক্ষ টাকার জন্য খুন হতে হয় জয়গাঁর ওই শিক্ষককে। 
মঙ্গলবার ধৃত রোহিত থাপা ও পাশাং লামাকে আলিপুরদুয়ার আদালতে তোলে পুলিস। জয়গাঁর এসডিপিও প্রশান্ত দেবনাথ বলেন, আদালত ধৃত দু’জনকেই ১৪ দিনের পুলিসি হেফাজতে পাঠিয়েছে। হেফাজতে পাওয়া যাওয়ায় ওই শিক্ষক খুনের ঘটনার আরও বিস্তারিত তদন্ত করতে সুবিধা হল আমাদের।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা