উত্তরবঙ্গ

গোরুমারার পিলখানায় বড় হচ্ছে ‘মাতৃহারা’ হস্তিশাবক

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নিয়মিত নজরদারি চালাচ্ছে মেডিক্যাল বোর্ড। কোনওরকম যাতে অসুবিধা না হয়, সেই জন্য ২৪ ঘণ্টা দেখভালের দায়িত্বে রয়েছেন বনকর্মীরা। ‘ভিআইপি’ যত্নে গোরুমারার পিলখানায় বড় হচ্ছে ‘মাতৃহারা’ এক হস্তিশাবক।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ডুয়ার্সের জলঢাকা নদী থেকে হস্তিশাবকটিকে উদ্ধার করেন বনকর্মীরা। তখন তার বয়স ছিল মাত্র দু’সপ্তাহ। দীর্ঘপথ পাহাড়ি নদীতে ভেসে আসায় হস্তিশাবকটির শারীরিক অবস্থাও ছিল অত্যন্ত সঙ্কটজনক। ফলে তাকে বাঁচানোই রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বনদপ্তরের কাছে। জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গড়ে শুরু হয় চিকিৎসা। সঙ্গে তরল খাবার। প্রথম ক’দিন সেভাবে খাবার না খাওয়ানো গেলেও ধীরে ধীরে হস্তিশাবকটি খেতে শুরু করে। এখন সে অনেকটাই সুস্থ। তবুও নিশ্চিন্ত হতে পারছেন না বনকর্তারা।
এ প্রসঙ্গে গোরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, “হস্তিশাবকটি এখন অনেকটাই সুস্থ। তার দেখভালে মেডিক্যাল বোর্ড রয়েছে। তাতে রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ দু’জন চিকিৎসক। তাঁদের পরামর্শ মতোই সবটা চলছে। এখনও বেবিফুড এবং ওআরএস দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ মতো আর কিছুদিন পর থেকে ধীরে ধীরে হস্তিশাবকটিকে ফল খাওয়ানোর চেষ্টা করা হবে।”
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা