উত্তরবঙ্গ

নকশালবাড়িতে জমি কেলেঙ্কারি পুলিসের জালে তৃণমূল নেতার ভাই

সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়িতে জমির একাধিক মামলায় গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতার ভাই। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুশীল ঘোষ। সে নকশালবাড়ির দয়ারাম জোতের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে জমি জালিয়াতি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মতো শনিবার নকশালবাড়ি থানার পুলিস তাকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে জমি সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। এর মধ্যে হাতিঘিসা সংলগ্ন স্কুলডাঙ্গির একটি জমির কাগজ জালিয়াতি করে একাধিকবার হাতবদলের অভিযোগ রয়েছে। 
প্রসঙ্গত, বছর তিনেক আগে মাটিগাড়ার সুকনা চা বাগানের এক বাসিন্দা হাতিঘিসা সেবদেল্লা মৌজায় ৪৮ শতক জমি কেনেন। এর পাঁচ মাস পর তিনি দেখেন তাঁর জমি প্লটিং করে উত্তর-পূর্ব ভারতের কিছু বাসিন্দা ঘরবাড়ি তৈরি করছেন। এরপর বিষয়টি খোঁজ নিতেই তিনি জানতে পারেন পারেন ২০.৬৭ শতক জমি  নকশালবাড়ির বাসিন্দা সুশীল ঘোষ, পানিয়া শিং, গোঁসাইপুরের বাসিন্দা সঞ্জয় মিত্র, গ্যাংটকের বাসিন্দা মহেশ ছেত্রীর নামে রেকর্ড হয়েছে। তাঁর অজান্তেই আদিবাসী জমি কীভাবে অন্যের নামে নথিভুক্ত হল তা নিয়ে তিনি নকশালবাড়ি ভূমিদপ্তর ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তিন জনের বিরুদ্ধে নকল দলিল তৈরির অভিযোগ উঠে। ইতিমধ্যে তদন্তে পুলিস জানতে পেরেছে সুশীল ঘোষ পুরো ঘটনার কিং পিন।
এদিকে, ধৃত তৃণমূলের নকশালবাড়ি-২ ব্লক সহ সভাপতি সুনীল ঘোষের ভাই। এতে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। 
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা