উত্তরবঙ্গ

শামুকতলায় পরিবহণ দপ্তরের গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের

সংবাদদাতা, আলিপুরদুয়ার: শুক্রবার বিকেলে শামুকতলা থানার পানিয়ালগুড়িতে ৩১সি জাতীয় সড়কে পরিবহণ দপ্তরের গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি হয়। পুলিস জানায়, মৃত বাইক আরোহীর নাম গোবিন রাভা (৩৫)। পানবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ওই গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পথ অবরোধ করেন। অবরোধের জেরে অসমগামী জেলার ওই গুরুত্বপূর্ণ সড়কে কয়েকশো লরি ও বাস আটকে যায়। খবর পেয়ে শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায়ের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আসেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিস সুপার অসীম খান ও এসডিপিও শ্রীনিবাসন এমপি। পুলিস উত্তেজিত জনতাকে বুঝিয়ে ৩০ মিনিটের মধ্যে অবরোধ তুলে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বাইক চালিয়ে কালচিনির গরমবস্তিতে দাদার বাড়ি যাচ্ছিলেন। পানিয়ালগুড়িতে চেকো সেতুর কাছে উল্টো দিক থেকে আসা পরিবহণ দপ্তরের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাইক আরোহী যুবকের মৃত্যু হয়। তারপরেই উত্তেজিত জনতা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অবরোধে শামিল হয়। দুর্ঘটনার পরেই পরিবহণ দপ্তরের গাড়ির চালক চম্পট দেয়। 
আরটিও অফিস সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে কোনও আধিকারিক ছিলেন না। গাড়িটি গ্যারেজে ছিল। গ্যারেজ থেকে বের করে চালক চালাচ্ছিলেন। আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা