উত্তরবঙ্গ

শহরের রাস্তা মদ্যপমুক্ত করতে নামল পুলিস

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাতে নিরাপত্তার দাবিতে শিলিগুড়িতে বারবার পথে নেমেছেন মহিলারা। পথে ঘাটে নিরাপত্তা চেয়ে গলা ফাটিয়েছেন কিশোরী-যুবতী এমনকী প্রবীণারাও। এবার তাঁদের কথা মাথায় রেখেই নারী সুরক্ষায় কড়া পদক্ষেপ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের। মহিলারা যাতে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হন, সেজন্য রাতের পথকে মদ্যপমুক্ত রাখতে অভিযানে নামল মেট্রোপলিটন পুলিসের স্পেশাল টিম। মদ্যপ অবস্থায় কাউকে ঘোরাফেরা করতে দেখলেই টেনে তোলা হবে পুলিসের ভ্যানে। গত কয়েকদিন ধরেই এই অভিযান শুরু হয়েছে। শুক্রবার রাত থেকেই শহরে নামানো হয়েছে স্পেশাল টিমকে। একরাতেই শহরের বিভিন্ন থানা এলাকায় গ্রেপ্তার হয়েছে ৮১ জন মদ্যপ। পুলিসের এই বিষেশ দলের সঙ্গে রাতে শহর পাহারা দেবে মহিলা পুলিস বাহিনী। শহরের অলিগলি থেকে মূল সড়ক, সর্বত্রই থাকবে পুলিসের কড়া নিরাপত্তা। এই ব্যাপারে মেট্রোপলিটন পুলিসের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, কমিশনারেটের থেকে শহরের রাস্তায় স্পেশাল টিম নামানো হয়েছে। স্পেশাল টিমের সঙ্গে থাকবেন মহিলা পুলিসের আধিকারিক এভং মহিলা পুলিস কর্মীরা। রাস্তায় মহিলাদের নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ। শুক্রবার শিলিগুড়ি থেকে ৮১ জন মদ্যপকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজনকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজনকে আদালতে পাঠানো হয়েছে। আর জি কর কাণ্ডের পরই রাজ্যের সমস্ত জেলায় সুরক্ষার দাবিতে আন্দোলনে সরব হয়েছেন সমস্ত স্তরের মানুষ। রাতের দখল নিয়ে মহিলারা জেলায় জেলায় মিছিল করছেন। এরপরই রাজ্যের নির্দেশে প্রতি জেলার পুলিস রাতের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকাসক্তদের ধরতে বিষেশ অভিযান শুরু করেছে। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে প্রধাননগর থানা ১৪, মাটিগাড়া থানা ২০, শিলিগুড়ি থানা ১৪, ভক্তিনগর থানা ১৩, এনজেপি থানা ২০ জন মদ্যপকে গ্রেপ্তার করেছে। 
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা