উত্তরবঙ্গ

বেহাল বামনহাট স্টেশনগামী রাস্তা

সংবাদদাতা, দিনহাটা: দীর্ঘদিন ধরে বেহাল বামনহাট রেলস্টেশন যাওয়ার অ্যাপ্রোচ রোড। রেলস্টেশন থেকে পাথরসন পর্যন্ত ২ কিমি রাস্তাজুড়ে পিচের লেশ মাত্র নেই। রাস্তাজুড়ে কুচি কুচি পাথরে ভর্তি। বেহাল রাস্তা দিয়েই স্টেশনে যাতায়াত করেন যাত্রীরা। বেহাল রাস্তার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। অভিযোগ, রাস্তা সংস্কারের অনুমতি দেয়নি রেল। যার ফলে থমকে যায় সেই উদ্যোগ। গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রাস্তা সংস্কারের দাবি নিয়ে বৃহস্পতিবার বামনহাট স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ারের ডিআরএম-কে স্মারকলিপি দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেলকর্তারা। 
বামনহাট রেল দাবি উন্নয়ন সমিতির সদস্য শুভঙ্কর ভাদুড়ি বলেন, পাথরসন থেকে বামনহাট স্টেশন ২ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় সমস্যায় পড়ছেন রেলযাত্রীরাও। বামনহাট নাগরিক মঞ্চের সদস্য তাপস বসু বলেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা সংস্কার শুরু হলেও, অজানা কারণে তা বন্ধ হয়ে যায়। এদিন রেলকে রাস্তা সংস্কারের জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে।
দিনহাটা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, ২০২৩ সালে আমি প্রধান থাকাকালীন পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু করা হয়েছিল। পরে রেলের কর্তাদের বাধার কারণে কাজ থমকে যায়। রেল অনুমতি দিলেই দ্রুত সংস্কারের কাজ শুরু হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। -নিজস্ব চিত্র।
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা