শিল্প -বাণিজ্য

বারুইপুরের পেয়ারার জন্য জিআই, দুই জায়গায় হবে ফ্রুট প্রসেসিং হাব

সংবাদদাতা,  বারুইপুর: ‘বারুইপুরের পেয়ারা সব জায়গায় সমাদৃত। এই পেয়ারার জিআই ট্যাগ পাওয়ার জন্য চেষ্টা চলছে। আমরা করব। এর আগে জয়নগরের মোয়া জিআই পেয়েছে। পেয়ারার রপ্তানি বাড়াতে হবে।’ বারুইপুরের ফুলতলায় সাগর সঙ্ঘের মাঠে এক সভায় এ কথা বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে এসে তিনি আরও বলেন, ‘সাগরের তরমুজ, লঙ্কা বিখ্যাত। বারুইপুরের পেয়ারাও রয়েছে। তাই বারুইপুর, সাগরে হবে ফ্রুট প্রসেসিং হাব। বারুইপুরের পাশাপাশি ক্যানিং এর মানুষও এর সুবিধা পাবেন। আর সাগরে হলে কাকদ্বীপ, পাথরপ্রতিমার মানুষও উপকৃত হবেন। বারুইপুরে কোল্ড স্টোরেজও নির্মাণ করা হবে। যাতে সব ফল, সব্জি ভালো থাকে।’ মুখ্যমন্ত্রী বিষয়টি বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলেন। এই ঘোষণার পর মঞ্চে উপস্থিত বিমান বন্দ্যোপাধ্যায়, বিভাস সরদাররা হাততালি দিয়ে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। জনতাও মুহর্মুহু হাততালি দিতে থাকেন। বিমানবাবু বলেন, ‘বারুইপুরের পেয়ারার জনপ্রিয়তা অটুট। জিআই পেলে ব্যবসার আমূল পরিবর্তন হবে। আমরাও এর জন্য লেগে রয়েছি।’ বারুইপুরের ১৯টি পঞ্চায়েত এলাকার অধিকাংশ পঞ্চায়েতে পেয়ারা চাষের রমরমা। চাষিরা কেউ জমি লিজ নিয়ে, কেউ নিজস্ব জমিতে পেয়ারা চাষ করেন। তারপর বারুইপুরের কাছারি বাজার, কুলপি রোডে বিক্রি করতে চলে আসেন। এই পেয়ারার বাজার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। ফলে চাষের ভরা মরশুমে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর উচ্ছ্বাস প্রকাশ করেন ব্যবসায়ী ও চাষিরা। কল্যাণপুরের এক চাষি বলেন, মুখ্যমন্ত্রী পেয়ারার জিআই ট্যাগ পাওয়ার জন্য চেষ্টা করছেন। এতে আমরা খুব আনন্দিত। এমনিতে বারুইপুরের পেয়ারা পার্শ্ববর্তী জেলা থেকে শুরু করে ভিন রাজ্যেও যায়। জিআই পাওয়ার পর আমদানি ও রপ্তানিতে আরও সুবিধা হবে। ধপধপির বাসিন্দা কাজল হালদার বলেন, বারুইপুর পেয়ারা, লিচুর জায়গা। সেই জায়গায় ফ্রুট প্রসেসিং হাব হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এতে অনেক চাষি উপকৃত হবেন। এই ফ্রুট প্রসেসিং হাব হলে আমাদের পেয়ারা, লিচুর বিক্রি বাড়বে। ফিরোজ সাপুই বলে অন্য এক চাষি বলেন, মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাবেন তাই বলেছেন পেয়ারার জিআই ট্যাগের জন্য চেষ্টা চালাচ্ছেন। আমরা আজ আনন্দিত বারুইপুরে ফ্রুট প্রসেসিং হাব নির্মাণ হবে শুনে।
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা