শিল্প -বাণিজ্য

১৯ শতাংশ পর্যন্ত আয় বাড়তে পারে স্বর্ণশিল্পে, দাবি ক্রিসিলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি আর্থিক বছরের গোড়া থেকেই সোনার দর অনেকটা চড়া। তারপরও ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বা আন্তর্জাতিক রিসার্চ সংস্থা মেটাল ফোকাস দাবি করেছে, এই অর্থবর্ষে সোনার চাহিদা বাড়বে দেশে। সেই পথে এগিয়ে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল দাবি করল, এই অর্থবর্ষ শেষে, অর্থাৎ ২০২৪-২৫ সালে গয়নার দোকানগুলিতে গড়ে আয়ের অঙ্ক বাড়বে ১৭ থেকে ১৯ শতাংশ। লাভের মাত্রা গত অর্থবর্ষের তুলনায় বাড়তে পারে ৭.৭ থেকে ৭.৯ শতাংশ হারে। 
দেশের ৫৪টি জুয়েলারের উপর ভিত্তি করে একটি রিপোর্ট পেশ করেছে ক্রিসিল, যারা সংগঠিত স্বর্ণশিল্পের ৩২ শতাংশ দখল করে থাকে। সেই রিপোর্ট তারা দাবি করেছে, ২০২৩-২৪ সালে সোনার দাম বেড়েছিল গড়ে ১৫ শতাংশ। গত মার্চ শেষে সোনার দাম দাঁড়ায় ১০ গ্রাম পিছু ৬৭ হাজার টাকা। এদিকে মে মাসেই সেই দর ৭৫ হাজার ছুঁয়েছে। দাম যেখানে এতটা উপরের দিকে, সেখানে কীভাবে আয় বাড়াবে সংস্থাগুলি? ক্রিসিলের বক্তব্য, সোনার সুষ্ঠু চাহিদা বজায় থাকবে। দামবৃদ্ধির ফলে বিক্রির মোট অঙ্ক বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে আরও দু’টি বিষয় কাজ করবে। প্রথমত, ক্রেতারা দৈনন্দিন ব্যবহারের জন্য কম ক্যারেটের সোনা কিনবেন। অর্থাৎ সাধারণ গয়নার জন্য যেখানে ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়, হালকা গয়নার ক্ষেত্রে তা ১৮ বা ১৪ ক্যারেটে নামিয়ে আনা যায়। সেক্ষেত্রে সোনার দাম অনেকটা কমে যায়। দ্বিতীয়ত, জুয়েলাররা পুরনো সোনা বদলে নতুন গয়না কেনার জন্য উৎসাহিত করবে ক্রেতাদের। তাতে সোনার বিক্রি কম হলেও মুনাফা বৃদ্ধিতে সাহায্য করবে অনেকটাই। নামজাদা সোনার দোকানগুলি অপেক্ষাকৃত ছোট শহরে তাদের পরিধি বাড়াবে এবছর। তা বাড়তে পারে ১০ থেকে ১২ শতাংশ হারে, দাবি করেছে ক্রিসিল। প্রসঙ্গত, সম্প্রতি একাধিক রিসার্চ সংস্থা দাবি করেছে, এবার বর্ষা ভালো হলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। তাতে সোনার চাহিদা বাড়াবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা