শিল্প -বাণিজ্য

প্রধানমন্ত্রীর পূর্বাভাসের পরই রেকর্ড ছুঁল শেয়ার! রহস্যের গন্ধ পাচ্ছে বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদি পূর্বাভাস দিয়েছিলেন ৪ জুন নাকি শেয়ারবাজার সর্বকালীন রেকর্ড স্পর্শ করবে। ৭২ ঘণ্টার মধ্যেই শেয়ারবাজার সর্বকালীন রেকর্ড করল। ৭৫ হাজার পয়েন্টের গন্ডি পেরিয়ে গেল সেনসেক্স। শেয়ারবাজার এবং অর্থনীতিবিদ ও রাজনীতিক মহলে প্রবল কৌতূহলের সঞ্চার হয়েছে যে, প্রধানমন্ত্রীর বক্তব্যের আগের মুহূর্ত পর্যন্ত যেখানে লাগাতার শেয়ারবাজারে ধস নামছিল, সেই শেয়ারবাজার ঠিক প্রধানমন্ত্রীর ওই বিবৃতির পর এভাবে ঘুরে দাঁড়াল কোন জাদুবলে? এতে রহস্যের গন্ধ পাচ্ছে বিরোধী শিবির। মোদি সোমবার বলেছিলেন যে, ৪ জুন শেয়ারবাজার রেকর্ড করবে। সবাই যেন তৈরি থাকেন। কারণ তাঁর নেতৃত্বে সরকার আবার আসতে চলেছে, সেটা স্পষ্ট হয়ে যাবে ৪ জুন ফলপ্রকাশের দিন। একজন প্রধানমন্ত্রী হঠাৎ শেয়ারবাজারের পূর্বাভাস দিচ্ছেন কেন এই নিয়ে তোলপাড় হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী আরও একধাপ সুর চড়িয়ে বলেছিলেন, এখনই শেয়ার কিনে রাখুন। ভোটের ফল প্রকাশিত হওয়ার পর কিন্তু বিপুল বাড়বে সব শেয়ারের দাম। এদিকে, সরকারের দুই প্রধান কর্তা এভাবে সরাসরি শেয়ারবাজারে লগ্নি করার কথা ঘোষণা করায় অর্থনৈতিক মহলে গুঞ্জন ও চাঞ্চল্য সৃষ্টি হয়। বিরোধীরা প্রশ্ন তোলেন এভাবে প্রধানমন্ত্রী কোনও স্পেকুলেটিভ বাণিজ্যের পক্ষে কিছু পূর্বাভাস দিতে কি পারেন? নাকি দেওয়া উচিত? কলকাতায় গিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অখিল স্বামী রীতিমতো তোপ দেগেছিলেন। বলেছিলেন, ‘দেশের শীর্ষস্তরের নেতারা শেয়ারবাজারের এজেন্টদের মতো আচরণ করছেন। তাঁরা কি শেয়ারবাজারের দালাল? এসব জুমলা ছাড়া আর কিছুই নয়।’ তাঁর প্রশ্ন ছিল, ‘আজ প্রধানমন্ত্রীর কথায় সাধারণ মানুষ যদি যথাসর্বস্ব দিয়ে লগ্নি করে এবং তারপর ৪ জুনের পর শেয়ারবাজারে ধস নামে, তাহলে মানুষের কষ্টার্জিত টাকা নষ্টের দায় প্রধানমন্ত্রী নেবেন?’ বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যায় প্রবলভাবে শেয়ারবাজার ঊর্ধমুখী। সেনসেক্স এক ধাক্কায় এক সময়ে ৭৫ হাজার ছাড়িয়ে যায়। এই নিয়ে প্রশ্ন ও বিস্ময় উঠলেও বিজেপির একাংশ বলেন, এটাই তো প্রত্যাশিত। মোদি সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই শেয়ারবাজার ঊর্ধমুখী। এবারও যে তৃতীয়বারের জন্য বিজেপি সরকারে আসছে, এটা নিয়ে কোনও সংশয় নেই।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা