রাজ্য

বিতর্কিত ডাক্তার নেতা বিরূপাক্ষ ও অভীক দে’কে সাসপেন্ড করল রাজ্য

সংবাদদাতা, কাকদ্বীপ: বুধবারের পর, বৃহস্পতিবারও সকাল থেকে উত্তাল হয়ে উঠল কাকদ্বীপ মহকুমা হাসপাতাল চত্বর। এদিন সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান কাকদ্বীপবাসী। বেলা গড়াবার সঙ্গে সঙ্গেই বিক্ষোভের তেজও বাড়তে থাকে। এমনকী স্কুল ও কলেজের পড়ুয়ারাও এসে এই বিক্ষোভে যোগ দেয়। বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সিনিয়র প্যাথলজিস্ট ডাঃ বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে। কিন্তু আর জি কর কাণ্ডে এই ডাক্তারের নাম জড়িয়ে গিয়েছে। আর সেই কারণেই তাঁকে কাকদ্বীপ হাসপাতালে ঢুকতে না-দেওয়ার জন্য মূল প্রবেশ পথে বহু মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। এদিন হাসপাতাল মোড়ে পিচ রাস্তার উপর ছাত্রছাত্রীরা বসে পড়ে। এরপরই তাঁরা বিরূপাক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলতে থাকে। কোনও চার চাকা গাড়ি হাসপাতালের রাস্তায় ঢুকলেই কাচ নামিয়ে বিক্ষোভকারীরা দেখতে থাকেন তার ভিতরে কোনোভাবে ওই ডাক্তার আছেন কি না। সন্ধ্যায় স্বাস্থ্যদপ্তর বিরূপাক্ষ এবং আর এক মাতব্বর হয়ে ওঠা বিতর্কিত চিকিৎসক নেতা ডাঃ অভীক দেকে সাসপেন্ড করেছে। বিরূপাক্ষকে এসআরশিপ বা সিনিয়র রেসিডেন্টশিপ থেকে এবং বর্ধমান মেডিক্যাল কলেজের আরএমও তথা পিজি হাসপাতালে সার্জারির প্রথম বর্ষের পিজিটি অভীককে সরকারি কর্মচারীদের ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস ১৯৭১’ আইন অনুযায়ী সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি অভীকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।      
এদিনও বিক্ষোভকারীরা গণস্বাক্ষর সংগ্রহ করেন। বিক্ষোভের মাঝেই কয়েকজন জনপ্রতিনিধি দুপুরে হাসপাতালের সুপারের সঙ্গে গিয়ে দেখা করেন। কাকদ্বীপ হাসপাতালে ওই ডাক্তারের নিয়োগপত্র বাতিল করা হয়েছে কি না, সুপারের কাছে তা জানতে চান তাঁরা। তখনও পর্যন্ত সেটি বাতিলের কোনও নির্দেশ আসেনি বলে সুপার জানিয়ে দেন। তবে দুপুর ৩টে থেকে বিক্ষোভকারীরা সুপারকে ঘেরাও করেন। দীর্ঘক্ষণ ধরেই হাসপাতালের অফিসে সুপারকে ঘেরাও করে রাখা হয়। এদিন হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় ডাক্তার বিরূপাক্ষের বিরুদ্ধে বিভিন্ন পোস্টারও পড়ে।
এই বিষয়ে তনুময় হালদার নামে এক বিক্ষোভকারী বলেন, ‘বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলেছে। রোগীদের যাতে কোনও সমস্যা না-হয়, সেদিকে খেয়াল রেখেই হাসপাতাল থেকে কিছুটা দূরেই এই বিক্ষোভ কর্মসূচি চলে। কাকদ্বীপ হাসপাতালে ডাক্তার বিরূপাক্ষের নিয়োগ বাতিল না হলে শুক্রবার আরও বড় আন্দোলন হবে।’
কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু রায় বলেন, ‘এদিন ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস কাকদ্বীপ মহকুমা হাসপাতালে যোগ দেননি। তাঁর নিয়োগের বিরোধিতায় একাধিক ডেপুটেশন জমা পড়েছিল। সেগুলি উচ্চপদস্থ আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
10d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা