বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

মহালয়া থেকেই দীঘা যাওয়ার জন্য অতিরিক্ত বাস চালাবে এসবিএসটিসি

শ্রীকান্ত পড়্যা, তমলুক: এবারের পুজোর ছুটিতে অনেকের গন্তব্যস্থল সৈকত সুন্দরী দীঘা। পুজো এগিয়ে আসতেই বুকিংয়ে দারুণ সাড়া পড়েছে। ঘর খালি আছে কি না জানতে হোটেলের রিসেপশনে অহরহ ফোন আসছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দীঘা, মন্দারমণির একচেটিয়া হোটেলে পুরোদমে পুজোর বুকিং শুরু হবে। পুজোর মুখে দীঘায় বাড়তি কয়েক হাজার পর্যটক সমাগম হবে। জনজোয়ারের চেহারা নেবে দীঘা, মন্দারমণি। যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস নামাচ্ছে এসবিএসটিসি। মহালয়ার সময় থেকেই অতিরিক্ত বাস চালানো শুরু হবে। লক্ষ্মীপুজো পর্যন্ত এই সার্ভিস চলবে। পুজোর মরশুমে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এসবিএসটিসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।
এই মুহূর্তে বিভিন্ন ডিপো থেকে দীঘায় দৈনিক ৪০-৪৫টি সরকারি বাস চলাচল করে। পুজোর সময় এই সংখ্যাটা ৫৫থেকে ৬০টি করা হবে। দীঘা লাইনে অধিকাংশ দিন ট্রেন সময়মতো চলছে না। এক্সপ্রেস থেকে লোকাল সবেতেই এই সমস্যায় ভুক্তভোগী পর্যটকরা। তাছাড়া, পুজোর মরশুমে দূরপাল্লার ট্রেনের কনফার্ম টিকিটও মিলছে না। যে কারণে তাঁরা সড়ক পথে যাতায়াতে বেশি গুরুত্ব দিচ্ছেন। পুজোর মরশুমে ছুটিতে প্রতিবছর দীঘায় পর্যটকদের ভিড় উপচে পড়ে। এবছরও ভিড়ের আগাম আভাস মিলছে। উৎসব মরশুমে দীঘায় পর্যটকদের পরিবহণের যাতে সমস্যা না হয় সেজন্য অন্য ডিপো থেকে বাস তুলে দীঘা-কলকাতা রুটে চালাবে এসবিএসটিসি। পুজোর মরশুমে প্রতিবছর বাড়তি রোজগার করে এসবিএসটিসি। এবারও তার অন্যথা হবে না।
পুজোর সময় নাগালের মধ্যে ঘুরে বেড়ানোর সেরা গন্তব্যস্থল দীঘা। গত কয়েকবছর পুজোর ছুটিতে হাজার হাজার মানুষ বেড়ানোর জন্য দীঘাকে বেছে নিচ্ছেন। এবারও পুজোর মরশুমে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে প্রশাসন ও পুলিসের পক্ষ থেকে নানাবিধ পরিকল্পনা নেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে পর্যটকদের সুরক্ষার উপর। সি-বিচ বরাবর নজরদারি বেড়েছে। রাতে উইনার্স টিম টহল দিচ্ছে। পুলিস কর্তারাও রাতে ওই পর্যটন কেন্দ্রে ভিজিটে যাচ্ছেন।  
দঙ্গিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দীঘার ডিপো ইন-চার্জ সোমনাথ ঘোষ বলেন, পুজোর সময় দীঘায় পর্যটকদের ঢল নামে। অতিরিক্ত কয়েক হাজার পর্যটক সমাগম হয়। তাঁদের যাতায়াতের সুবিধার বাড়তি বাস চালানো হবে। মহালয়ার সময় থেকেই এটা শুরু হচ্ছে। লক্ষ্মীপুজো পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, পুজোর মরশুমে বুকিংয়ের জন্য ভালো সাড়া মিলছে। হোটেলের ঘর পাওয়া যাবে কি না প্রায়ই ফোন আসছে। আগামী ২৫সেপ্টেম্বর থেকেই পুজোর বুকিং পুরোদমে শুরু হবে। এবারের পুজোয় লক্ষ্মীলাভ নিয়ে আমরা সকলে আশাবাদী। নিউদীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতা অশোক চন্দ বলেন, প্রতি বছর পুজোর সময় দীঘায় পর্যটকদের ঢল নামে। এবারও পুজোর মরশুমে বুকিংয়ে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ২৫সেপ্টেম্বর থেকে এটা আরও বাড়বে।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা