রাজ্য

‘নোংরা লোক, মুখ দেখতে চাই না’, জেলে সঞ্জয়ের নাম শুনেই বিরক্ত বালু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও অবস্থাতেই আর জি কর‑কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের মুখ দেখতে চান না রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। মন্ত্রী জ্যোতিপ্রিয় এবং সঞ্জয় দু’জনেই জেলবন্দি। তাঁদের দু’জনেরই বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। 
জেল সূত্রে খবর, শনিবার সকালে বালুবাবু তাঁর সেলে পায়চারি করছিলেন। হঠাৎ লক্ষ্য করেন, একটি সেলের বাইরে কয়েকজন বন্দি উকিঝুঁকি মারছেন। বালুবাবু জেলকর্মীদের প্রশ্ন করেন, ওই সেলে কে আছেন? কেন সেলে উকিঝুঁকি মারছে সবাই। কর্মীরা বলেন, ওই সেলে আর জি কর ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সঞ্জয় রায় থাকছে। তা শুনে প্রাক্তন মন্ত্রীর মুখেচোখে বিরক্তি ফুটে ওঠে। তাচ্ছিল্যের সুরে বলে ওঠেন, এত নোংরা লোক তিনি খুব কমই দেখেছেন। ওর মুখ দেখতে চাই না। ক’দিন আগে টিভি দেখে জানতে পেরেছিলেন এই জেলে বন্দি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। তখনও তিনি কথা প্রসঙ্গে জেল কর্মীদের বলেছিলেন, ভগবানের কৃপায় কোনও অবস্থাতেই যেন ওই দু’জনের সঙ্গে তাঁর দেখাসাক্ষাৎ না হয়। তারপর এদিন ফের বিরক্তি প্রকাশ করলেন সঞ্জয়ের নাম শুনে। জেলের অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, নানা ধরনের অসুখে আক্রান্ত বালুবাবু। একটু নিরিবিলিতেই থাকতে চাইছেন আজকাল। খবরের কাগজে চোখ বোলানো প্রতিদিনের নেশা। এখন সেলের মধ্যে থাকা টিভিতে সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষের ছবি দেখলেই বিরক্তি প্রকাশ করছেন। আর জি কর‑কাণ্ড নিয়ে টিভিতে যে কচকচানি দেখাচ্ছে তা তাঁর মোটেও ভালো লাগছে না। তাই এখন খুব একটা টিভি চালাচ্ছেন না। সঞ্জয় সন্দীপের নাম শুনলেই তেলেবেগুনে চটছেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।                                                                                                                                                  
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা