রাজ্য

আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলা: সুদীপ্ত রায়ের সম্পত্তি, ব্যাঙ্কের লেনদেনের দিকে ইডির নজর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে রোগী কল্যাণ সমিতির তদানীন্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেন এবার ইডির নজরে। বিগত দশ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে, নাকি একই রয়েছে— সেই সংক্রান্ত কাগজপত্র জোগাড় করেছেন তদন্তকারীরা। একইসঙ্গে তাঁর আয়কর রিটার্নের নথি বের করে সেগুলি পরীক্ষার কাজ  হয়েছে বলে খবর।
আর জি কর দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয় ইডি। রাত দু’টো পর্যন্ত তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারীরা তাঁর কাছ থেকে জানতে চান আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে পরিচয় কীভাবে হল?  সূত্রের খবর, তিনি তদন্তকারীদের জানিয়েছেন, হাসপাতালে এই পদে আসার পরই সন্দীপের সঙ্গে পরিচয় হয়েছিল। ওষুধ, ইঞ্জেকশন, শল্য চিকিৎসার উপকরণ সহ বিভিন্ন জিনিস প্রতি মাসে কী পরিমাণ কেনা হতো, সেই বিষয়ে জানাতে চাওয়া হয় তাঁর কাছে। ইডি সূত্রের খবর, রোগী কল্যাণ সমিতির তদানীন্তন চেয়ারম্যান জানিয়েছেন, এই বিষয়টি পুরোটাই দেখতেন সন্দীপ ঘোষ। তাঁর কাছে ফাইল এলে তিনি সই করে দিতেন। এর মধ্যে কোনও দুর্নীতি হয়েছে কি না, তাঁর জানা নেই। যদিও এজেন্সির দাবি বিভিন্ন জিনিস কাগজে কলমে এসেছে। বাস্তবে সেগুলি হাসপাতালের ভিতরে ঢোকেনি। তা চলে গিয়েছে বিভিন্ন নার্সিংহোম ও ওষুধের দোকানে। সরকারি জিনিস বিক্রি হয়েছে বাড়তি দামে। তৃণমূলের বিধায়কের কাছে তাঁর নার্সিংহোমের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিভিন্ন কাগজপত্র দেখান। যদিও সেটি করার জন্য সুদীপ্তবাবুর টাকার উৎস কী জানার চেষ্টা চলছে। একইসঙ্গে তিনি যে বাগানবাড়িটি কিনেছিলেন, তার জন্য অর্থ পেয়েছিলেন কোথা থেকে, সেই নিয়ে খোঁজখবর শুরু করেছেন এজেন্সির কর্তারা। যদিও বিধায়ক সুদীপ্ত রায় জানিয়েছেন, আয়কর রিটার্ন দেখলেই টাকার উৎস স্পষ্ট হয়ে যাবে।
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা