রাজ্য

‘চিকিৎসক সংখ্যা খুব কম’, বৃষ্টি মাথায় ওপিডির বাইরে দাঁড়িয়ে আক্ষেপ রোগীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘একে ডাক্তাররা আন্দোলনে বসেছেন। অন্যদিকে, মধ্যরাত থেকে টানা বৃষ্টি। সমস্যায় ভুগতে হচ্ছে আমাদের মতো রোগীদের।’ পিজি হাসপাতালে ভিজতে ভিজতে বিরক্তি প্রকাশ করলেন মহেশতলা থেকে আসা এক রোগীর স্বামী। চোখের সমস্যা নিয়ে শনিবার এসএসকেএম হাসপাতালে সকাল বেলাই চলে আসেন মহিলা। তাঁর স্বামী বলেন, দীর্ঘদিন ধরে কর্নিয়ায় সমস্যায় ভুগছেন স্ত্রী। প্রথমে বাঁ চোখে সমস্যায় হয়েছিল। তখন পিজির ওপিডিতে দেখিয়েছিলাম। তখন এত দেরি হয়নি। কিন্তু এখন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে ওপিডির ভিড় সামলাতে পারছেন না ওখানে থাকা বাকি চিকিৎসকরা। একটু তাড়াতাড়ি করার জন্য অনুরোধ করলেই ভিতর থেকে বলা হচ্ছে, চিকিৎসকদের সংখ্যা কম। দেরি হবেই। অপেক্ষা করতে হবে।
শুক্রবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। এদিন ওপিডি খোলা থাকলেও বৃষ্টির কারণে রোগীর সংখ্যা ছিল কম। যাঁরা হাসপাতালে এসেছিলেন সেই সব রোগীর পরিবারের অভিযোগ, পাল্লা দিয়ে এদিন চিকিৎসক সংখ্যাও অন্যান্য দিনের থেকে কম ছিল। তার জেরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। প্রতি রোগী পিছু অন্যান্য দিনের তুলনায় এদিন অনেক বেশি সময় লেগেছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। আমতলা থেকে এসেছিলেন জাফর আলি। তিনি বলেন, ‘ভাইয়ের পায়ে সংক্রমণ হয়েছে। সেই সংক্রমণ নিয়েই দু’মাস ধরেই পিজির চক্কর কাটছি। ডাক্তারদের কর্মবিরতির জেরে যথেষ্ট সমস্যা হচ্ছে। আগে ভোর সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে আসতাম। ওপিডি খোলার পর দু’ঘণ্টার মধ্যে দেখানো শেষ হয়ে যেত। কিন্তু এখন প্রায় সাড়ে চার ঘণ্টারও বেশি সময় লাগছে।’ অন্যান্য দিনের মতো এদিন পিজির ইমারজেন্সিতে খুব অল্প সংখ্যক রোগী এসেছিলেন। দু’জন দুর্ঘটনাগ্রস্তকে ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়। 
20d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা