রাজ্য

সরকারি উদ্যোগে ধান কেনার লক্ষ্যমাত্রা এবার ৭০ লক্ষ টন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্যদপ্তর আগামী খরিফ মরশুমে সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা রাখতে চাইছে ৭০ লক্ষ টন। অক্টোবর থেকে যে খরিফ মরশুম (২০২৪-২৫) শুরু হবে, সেখানে ধান কেনা নিয়ে মঙ্গলবার বিশেষ বৈঠক ডাকা হয়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং খাদ্যদপ্তরের শীর্ষ আধিকারিকরা সেখানে ছিলেন। আর ছিলেন ধানক্রয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি সংস্থার আধিকারিকরা। ধান কেনার লক্ষ্যামাত্রা নিয়ে আলোচনা হয় সেখানেই। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অবশ্য রাজ্য মন্ত্রিসভাই। চলতি খরিফ মরশুমে ৭০ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল। এখনও পর্যন্ত কেনা হয়েছে প্রায় ৫১ লক্ষ টন ধান। রাজ্যের রেশন গ্রাহকদের এবং বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আগামী একবছরে যে চাল লাগবে তা উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধান ইতিমধ্যেই কিনে ফেলেছে রাজ্য।
ধান কেনার প্রক্রিয়া নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অক্টোবর মাসে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হলেও প্রস্তুতির কাজ আগেভাগেই সেরে রাখতে চাইছে খাদ্যদপ্তর। ধান ভানিয়ে চাল উৎপাদনের জন্য রাইস মিলগুলিকে নথিভুক্ত করার প্রক্রিয়া আগস্ট মাসেই সম্পন্ন করে নিতে চাইছে দপ্তর। খাদ্যদপ্তর জানতে পেরেছে, শতাধিক রাইস মিল এবার যে পরিমাণ ধান নিয়েছে, সেই তুলনায় ব্যাঙ্ক গ্যারান্টি জমার পরিমাণ হয়েছে কম। আগামী মরশুমে এটা করা যাবে না, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। যে পরিমাণ ধান মিলগুলি নেবে, সেই অনুযায়ী ব্যাঙ্ক গ্যারান্টিও রাখতে হবে। ধানক্রয়ে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছে রাজ্য। কিছু রাইস মিল যে ধান নিয়েছে, তা খাদ্যদপ্তরে অনলাইনে নথিভুক্ত হয়নি। ওই মিলগুলিতে গিয়ে খাদ্যদপ্তর তদন্ত করতে পারে। রাইস মিল মালিকদের সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক জানান, স্বচ্ছ পদ্ধতিতে ধানক্রয় এবং চাল উৎপাদনের ব্যাপারে খাদ্যদপ্তর যে ব্যবস্থা নেবে, সংগঠন তা সমর্থন করবে।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা