রাজ্য

নন্দীগ্রামে বিজেপির ভোট লুটের চেষ্টা রুখে দিল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: নন্দীগ্রামে বিজেপির ভোট লুটের চেষ্টা রুখে দিল তৃণমূল কংগ্রেস। সোনাচূড়া থেকে সামসাবাদ, বিরুলিয়া থেকে খোদামবাড়ি সর্বত্র তৃণমূলের প্রতিরোধে পিছু হটল পদ্মপার্টি। বুধবার রাতে সুদের কারবার নিয়ে ঝামেলায় খুন হন সোনাচূড়ার বিজেপি কর্মী রথীবালা আড়ি। অরাজনৈতিক ওই খুনের ঘটনায় রাজনৈতিক রং চড়িয়ে ভোটে ফায়দা তোলার মরিয়া চেষ্টা করেছিল বিজেপি। সেই চেষ্টাও সফল হল না। এদিন সকালে সোনাচূড়া মনসা বাজার ১৭১নম্বর সাউদখালি ভজহরি বোর্ড প্রাইমারি স্কুলে তৃণমূলের পোলিং এজেন্ট কল্পনা আড়িকে তুলে দেয় বিজেপির লোকজন। এনিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়। তখনই সাউদখালি থেকে আসা তৃণমূল কর্মীদের ওই ভোটগ্রহণ কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়। অভিযোগ পেয়ে হলদিয়ার অতিরিক্ত সুপার মনোরঞ্জন ঘোষের নেতৃত্বে বিশাল ফোর্স এলাকায় যায়। তারপর পুলিস প্রহরায় সাউদখালির ওই ভোটারদের ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে ভোট দিতে যান। পুলিসি সুরক্ষায় তাঁদের বাড়ি পাঠানো হয়।
সাউদখালির হাতেম আলি, শেখ কাসেদ বলেন, আমরা প্রতিবছর সাউদখালি মনসাবাজারে ১৭১নম্বর বুথে ভোট দিই। শনিবার সকালে ভোট দিতে যেতে বাধা দিয়েছিল বিজেপির লোকজন। তারপর পুলিস প্রহরায় বাড়ি থেকে বুথে যাই। ভোট দিয়ে আবার পুলিসি নিরাপত্তায় বাড়ি ফিরে এসেছি। এবার প্রথম আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হল। একটা খুনের ঘটনায় মনসাবাজারে অনেক দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপর এদিন ভোটের সময়ও ওই ঘটনাকে ইস্যু করে বিজেপি। 
বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের বড়াচিড়া স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলের বুথে পোলিং এজেন্ট বসিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তৃণমূলের অঞ্চল সভাপতি অরুণাভ জানা। স্থানীয় গেতম মোড়ে তাঁকে ঘিরে মারধর করে বিজেপির লোকজন। মুহূর্তে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। যদিও বুথ ছাড়েননি তৃণমূলের পোলিং এজেন্ট। অঞ্চল সভাপতিকে মারধর করার পরও মাটি কামড়ে তিনি বুথে ছিলেন। খোদামবাড়ি মালতী খুল্লনা প্রাইমারি স্কুলেও বহিরাগত জমায়েত করে বিজেপি বুথ দখলের চেষ্টা করে বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের প্রতিরোধে সেই চেষ্টা ব্যাহত হয়। দু’দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তিতে তীব্র উত্তেজনা ছড়ায়।
এদিন ভোটগ্রহণ চালুর ঘণ্টা দু’য়েকের মধ্যে নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় তীব্র উত্তেজনা ছড়ায়। বুথের ২০০মিটারের মধ্যে জটলা করার অভিযোগে আধাসেনা লাঠিচার্জ করে। তাতে এক বৃদ্ধ জখম হন। এনিয়ে বেশ উত্তেজনা ছড়ায়। আধাসেনার তাড়া খেয়ে মাঠ দিয়ে ছুটে পালান লোকজন। গড়চক্রবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভোটার কার্ড ও আধারকার্ড কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। যদিও প্রশাসনের হস্তক্ষেপে ওই সমস্যা মেটে।
২০২১সালে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি ৪৮০০ভোটের লিড নিয়েছিল। শনিবার সেই ভেকুটিয়ায় প্রায় সর্বত্র বিজেপির চোখে চোখ রেখে ভোট করল তৃণমূল। বৃহস্পতিবার রাতে সেখানকার বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া গ্রেপ্তার হতেই বিজেপি কর্মীদের দাপট কমে যায়। এদিন বিকেল নাগাদ সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৯৭নম্বর বেরাপাড়া বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপির হাতে নিগৃহীত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেত্রী রাত্রি মণ্ডল। তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ২০২১সালের কারচুপি করে জেতার জবাব দিয়েছে নন্দীগ্রামবাসী। তাই বিজেপি হামলা চালাচ্ছে।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, নন্দীগ্রাম বিধানসভার বহু জায়গায় পোলিং এজেন্ট বসাতে পারেনি তৃণমূল। আমরা এখান থেকে ৩০হাজার ভোটের লিড পাব।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা